নয়াদিল্লি, 2 জুন : জুন মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম ৷ ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের দেওয়া হিসেব অনুযায়ী জুন মাসে মঙ্গলবারের মতো এত কম তাপমাত্রা আগে কখনও পাওয়া যায়নি ৷
আইএমডি-র রিজিওনাল ফোরকাস্টিং সেন্টারের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার ফলে সারা রাত ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া চলেছে দিল্লিতে ৷ তার ফলেই জুনের মঙ্গলবারে এত কম তাপমাত্রা ছিল ৷
আরও পড়ুন : নির্বাচনে হেরে রাজ্যসভার সদস্য পদে ফিরলেন স্বপন দাশগুপ্ত
এর আগে 2006-র 17 জুন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল ৷
চব্বিশ ঘণ্টা ধরে মঙ্গলবার সকাল এগারোটা পর্যন্ত 15.6 মিমি বৃষ্টি হয়েছে রাজধানীতে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবারও আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
রেকর্ড শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই নয়, মে মাসে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, যা গত 13 বছরের হিসেবে সর্বনিম্ন ৷
আইএমডি জানিয়েছে, সফদরজঙ্গ অবজারভেটরির পর্যবেক্ষণ অনুযায়ী 2014 সালের পর থেকে এই প্রথম প্রাক-বর্ষায় কোনও তাপপ্রবাহ হয়নি দিল্লিতে ৷
শ্রীবাস্তব জানিয়েছেন পারদের এই রদবদলের জন্য দায়ী প্রথমত পশ্চিমি ঝঞ্ঝা, আর সাইক্লোন তখত-এর প্রভাবে রেকর্ড বৃষ্টি ৷ এমনকি 2011-র পর এই প্রথম পালামে প্রাক-বর্ষার মরশুমে কোনও তাপপ্রবাহ হয়নি ৷