পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Gangraped in Rajasthan: ভিলওয়ারায় মহিলাকে অপহরণ করে ‘গণধর্ষণ’; গ্রেফতার 3 অভিযুক্ত

রাতের খাবার খেয়ে হাঁটতে বেরিয়েছিলেন মহিলা ৷ তাঁকে অপহরণ করে ভগ্নপ্রায় বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি রাজস্থানের ৷

Woman Gangraped in Rajasthan
মহিলাকে অপহরণ করে গণধর্ষণ

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:11 PM IST

Updated : Sep 10, 2023, 3:37 PM IST

ভিলওয়ারা (রাজস্থান), 10 সেপ্টেম্বর: রাতের খাবার খেয়ে হাঁটতে বেরিয়ে অপহরণের পর গণধর্ষণের শিকার মহিলা ! তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারা জেলার গঙ্গাপুর থানা এলাকায় ৷

জানা গিয়েছে, শনিবার রাতে গঙ্গাপুর থানা এলাকায় ওই মহিলা রাতের খাবার খেয়ে হাঁটতে বের হয়েছিলেন । সেসময় হঠাৎ তিন যুবক এসে তাঁকে জিপে তুলে অপহরণ করে নিয়ে যায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ । এমনকী অভিযোগ, গণধর্ষণের পর তিনজন অভিযুক্ত মহিলাকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ছেড়ে চলে যায় । এরপর গ্রামবাসীরা মহিলাটিকে লক্ষ্য করে ৷ তারাই পুলিশকে খবর দেয় ৷

গঙ্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা নির্যাতিতাকে পোশাক পরিয়ে তাঁকে চিকিৎসার জন্য গঙ্গাপুর হাসপাতালে নিয়ে আসে । এই ঘটনায় মহিলার বয়ানের ভিত্তিতে তিন অভিযুক্তকে আটক করে পুলিশ । পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ গঙ্গাপুরের ডেপুটি পুলিশ সুপার লাভুরাম বিষ্ণোই বলেন, "পুলিশ বিবস্ত্র অবস্থায় এক মহিলার খবর পায় ৷ আমরা ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি । নির্যাতিতার দেওয়া বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হয় ।"

আরও পড়ুন:দলিত নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে খুনে অভিযুক্ত বিজেপির সংখ্য়ালঘু মোর্চার নেতা

সূত্রের খবর, শহর থেকে আট কিলোমিটার দূরে আমলি রোডের ঝুমপুরা মোড়ের কাছে একটি ভগ্নপ্রায় বাড়িতে তিন যুবক ওই মহিলাকে অপহরণ করে নিয়ে গিয়ে যায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ । ওই মহিলা ভগ্নপ্রায় বাড়ির বাইরে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন ৷ মহিলাটি রাস্তায় লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন ৷ তবে লোকেরা ভাবে যে তিনি পাগল । প্রথমে কেউ এগিয়ে আসেনি ৷ পরে আশপাশের বাসিন্দারা তাঁকে দেখে পুলিশকে খবর দেয় ৷ এরপরে শীর্ষ পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে প্রথমে থানায় নিয়ে আসেন ৷ পরে পোশাক পরিয়ে হাসপাতালে পাঠানো হয় ।

Last Updated : Sep 10, 2023, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details