ভোপাল (মধ্যপ্রদেশ), 2 জানুয়ারি:তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে (Three Year Old Girl Raped by Uncle in Bhopal)৷ ঘটনাটি ঘটেছে ভোপালের রতিবাদ থানা এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার রাতে ৷ মা লক্ষ করেন যে বাচ্চাটি অনবরত কেঁদে যাচ্ছে ৷ কান্নার কারণ জিজ্ঞাসা করতেই শিশুটি জানায় তারা গোপনাঙ্গে আঘাত লেগেছে এবং ব্যথা ও জানায় ৷ এরপর তার কাকার দিকে ইশারা করে দেখায় যে তিনি এই দুষ্কর্ম করেছেন ৷ বিষয়টি বুঝতে পেরেই অভিযুক্ত কাকার বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যান মহিলা ৷
Child Raped: কাকার লালসার শিকার তিন বছরের শিশু, পলাতক অভিযুক্ত - ভোপালে ধর্ষণ
তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত কাকা(Child Raped)৷ ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেয় অভিযুক্ত ৷ তার খোঁজে শুরু পুলিশি তল্লাশি ৷
তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্তকারীরা শিশুটির সঙ্গে চাইল্ড হেল্পলাইনের যোগাযোগ করিয়ে দেন ৷ সেখানে তাকে সতর্কতার সঙ্গে পরামর্শ দেওয়া হয় ৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয় ৷ এদিকে নির্যাতিতা শিশুটির সঙ্গে একই পরিবারে থাকায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে জানতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৷ তাকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
আরও পড়ুন :শত্রুতার জের, পাঁচমাসের শিশুকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা, আহত 5