নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রাস্তার পাশের শৌচালয় (Public Toilet) থেকে উদ্ধার করা হল তিন বছরের একটি শিশুর দেহ (Child Body Recovered) ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে দিল্লির শাহদারার ঝিলমিল শিল্প তালুকে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ওই শৌচালয়ে ডেকে আনে আততায়ী ৷ তারপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় ৷ তার জেরেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে ৷ অথবা, নিজের কুকর্ম লোকানোর জন্য আততায়ী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খুন করে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ ৷
বৃহস্পতিবার সন্ধেবেলা ওই শৌচালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ তিনিই প্রথম শৌচালয়ের মেঝেয় একটি শিশুকে পড়ে থাকতে দেখেন ৷ এই শীতেও তার পরনে কোনও পোশাক ছিল না এবং শিশুটি অসাড় হয়ে শৌচালয়ের মেঝেয় পড়ে ছিল ৷ এতে সন্দেহ হয় ওই ব্যক্তির ৷ তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিবেক বিহার থানার পুলিশ ৷ তারা দেখে শিশুটির দেহ বিবস্ত্র এবং তাতে প্রাণের কোনও চিহ্ন নেই ৷ পাশেই পড়ে ছিল শিশুটির অন্তর্বাস, কয়েকটি বিস্কুট এবং সামান্য কিছু টাকা ৷