পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Body Recovered: শৌচালয়ে উদ্ধার তিন বছরের শিশুর দেহ, যৌন নির্যাতন করে খুনের আশংকা

দিল্লির শাহদারার ঝিলমিল শিল্প তালুকের একটি শৌচালয় (Public Toilet) থেকে উদ্ধার হল তিন বছরের এক শিশুর দেহ (Child Body Recovered) ৷ তদন্তে বিবেক বিহার থানার পুলিশ ৷

three year old Child Body Recovered in a Public Toilet in Delhi
Child Body Recovered: শৌচালয়ে উদ্ধার তিন বছরের শিশুর দেহ, যৌন নির্যাতন করে খুনের আশংকা

By

Published : Dec 9, 2022, 2:59 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর: রাস্তার পাশের শৌচালয় (Public Toilet) থেকে উদ্ধার করা হল তিন বছরের একটি শিশুর দেহ (Child Body Recovered) ৷ বৃহস্পতিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে দিল্লির শাহদারার ঝিলমিল শিল্প তালুকে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ওই শৌচালয়ে ডেকে আনে আততায়ী ৷ তারপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় ৷ তার জেরেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে ৷ অথবা, নিজের কুকর্ম লোকানোর জন্য আততায়ী তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খুন করে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ ৷

বৃহস্পতিবার সন্ধেবেলা ওই শৌচালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ তিনিই প্রথম শৌচালয়ের মেঝেয় একটি শিশুকে পড়ে থাকতে দেখেন ৷ এই শীতেও তার পরনে কোনও পোশাক ছিল না এবং শিশুটি অসাড় হয়ে শৌচালয়ের মেঝেয় পড়ে ছিল ৷ এতে সন্দেহ হয় ওই ব্যক্তির ৷ তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিবেক বিহার থানার পুলিশ ৷ তারা দেখে শিশুটির দেহ বিবস্ত্র এবং তাতে প্রাণের কোনও চিহ্ন নেই ৷ পাশেই পড়ে ছিল শিশুটির অন্তর্বাস, কয়েকটি বিস্কুট এবং সামান্য কিছু টাকা ৷

আরও পড়ুন:গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 5, বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে

এর থেকেই পুলিশের অনুমান, শিশুটিকে সম্ভবত টাকা বা খাবারের লোভ দেখিয়ে শৌচালয়ে ডেকে আনা হয়েছিল ৷ তবে, তার উপর যৌন নির্যাতন সত্যিই চালানো হয়েছিল কি না এবং ঠিক কীভাবে তার মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে জানা যাবে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনাস্থলের কাছেই একটি বস্তি রয়েছে ৷ বাচ্চাটিও সেই বস্তিরই বাসিন্দা ৷ বয়স মাত্র তিন বছর ৷ ইতিমধ্যেই পুলিশের তরফে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সবক'টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ৷ আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details