ম্যাঙ্গালোর, 18 এপ্রিল : বিষাক্ত গ্যাস লিক করে ম্যাঙ্গালোরর একটি মৎস্য কারখানায় মৃত্যু হল বাংলার 5 শ্রমিকের (Five workers from WB died at a fish plant in Mangalore) ৷ গুরুতর অসুস্থ বাকি তিন শ্রমিকও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷ আইসিইউ-তে চিকিৎসাধীন সকলেই ৷ ম্যাঙ্গালোর স্পেশ্যাল ইকোনমিক জোনে মৎস্য প্রক্রিয়াকরণের ওই কারখানা বা ফিশ প্ল্যান্টে দুর্ঘটনাটি ঘটে রবিবার রাতে ৷ মৃতেরা হলেন উমর ফারুখ, নিজামুদ্দিন সাব, সমীরুল্লাহ ইসলাম ৷ বাকি দুই শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি ৷
ম্যাঙ্গালোর পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, রবিবার রাতে প্ল্যান্টের ওয়েস্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন এক শ্রমিক ৷ সে সময়ই বিষাক্ত গ্যাস লিকের ঘটনাটি ঘটে ৷ বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়া ওই শ্রমিককে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়েন আরও 7 ৷