পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Terrorists: মুম্বইয়ে ঢুকেছে তিন জঙ্গি, ফোনকলের পরেই চিরুনি তল্লাশি মায়ানগরীতে - mumbai

শনিবার সকালে মুম্বই পুলিশের কাছে আসা এক ফোনকলের পর থেকে মায়ানগরীতে ছড়িয়েছে জঙ্গিহানার আশঙ্কা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Apr 8, 2023, 5:08 PM IST

মুম্বই, 8 এপ্রিল:মুম্বইয়ে ঢুকে পড়েছে তিন জঙ্গি ৷ মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে শনিবার এরকম একটি ফোন আসার পর থেকেই হুলুস্থুল পড়ে গিয়েছে মায়ানগরীর নিরাপত্তা আধিকারিকদের মধ্যে ৷ জানা গিয়েছে, এদিন ফোনের ওপ্রান্ত থেকে বলা হয় দুবাই থেকে এসে শুক্রবার সকালে মুম্বইতে ঢুকে পড়েছে তিন জঙ্গি ৷ এই ফোন পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ৷ ফোনটি কে করেছিল, তথ্য কতটা সঠিক তা জানতে তৎপর হয়েছেন গোয়েন্দারা ৷ শহরজুড়ে শুরু হয়েছে তল্লাশি ৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷

মুম্বই পুলিশের তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, যে ব্যক্তি শুক্রবার ওই কন্ট্রোল রুমে ওই ফোন করেছিলেন তাঁর নাম রাজা থঙ্গে ৷ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি ৷ যদিও এর আগেও পুলিশকে ই-মেল বা ফোন মারফৎ এ ধরনের খবর দেওয়ার ঘটনা ঘটেছে, পরে তা ভুয়ো প্রমাণিত হয়েছে ৷ তবে এবারেও যতক্ষণ না বিষয়টির তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ এই খবরকে হালকাভাবে নিতে চাইছে না পুলিশ ৷

জানা গিয়েছে, রাজা থঙ্গে নামে ওই ব্যক্তি ফোনে জানান, দুবাই থেকে তিন জঙ্গি মুম্বইয়ে এসেছে ৷ তাদের পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে ৷ এমনকী মুজিম সৈদ নামের এক জঙ্গির গাড়ির নম্বর ও মোবাইল নম্বরও পুলিশকে দেন ওই ব্যক্তি ৷ প্রাপ্ত এই গাড়ির ও মোবাইলের নম্বর খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, এক পুলিশ আধিকারিকও মুম্বইয়ে তিন জঙ্গি প্রবেশের কথা শীর্ষ আধিকারিকদের জানিয়েছেন ৷ ফলে দু'টি সূত্রে এই একই খবর মেলায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ৷ নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না সেখানকার পুলিশ-প্রশাসন ৷

আরও পড়ুন: রাজস্থানে দলিত মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিকবার ফোন বা ই-মেল মারফৎ এই ধরনের খবর পেয়েছে মুম্বই পুলিশ ৷ কখনও বলা হয়েছে শহরে জঙ্গি ঢুকেছে কখনও হুমকি দেওয়া হয়েছে বোমা বিস্ফোরণের ৷ তদন্তের পর এই সব খবর ভুয়ো বা গুজব বলে প্রমাণিত হয়েছে ৷ তবে এই শহরই 2008 সালের 26 নভেম্বর জঙ্গিদের তাণ্ডবলীলার সাক্ষী থেকেছিল ৷ তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ-প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details