জুনাগড় (গুজরাত), 5 মার্চ: গুজরাতের জুনাগড়ের যোশী পরিবারের তিন বোন মায়ের ভালবাসা এবং যত্নের প্রতিদান দিতে একটি চমৎকার উদাহরণ তৈরি করলেন ৷ হীরাবেনের মৃত্যুর পর, তাঁর স্মৃতিতে পূর্ণাবয়ব একটি মূর্তি তৈরি করিয়েছেন তিন মেয়ে (Gujarat Joshi Family Made Statue in Memory of mother) ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মায়ের স্মৃতিতে বাড়ির ভিতরেই সেই মূর্তি তৈরি করিয়েছেন ৷ ঠিক এই জায়গটাতেই অবসর সময়ে বসতেন মা ৷ সেখানেই বসল মূর্তি ৷ তাঁরা জানিয়েছেন, মায়ের উপস্থিতি তাঁদের মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি করে ৷
উল্লেখ্য, দেড় বছর আগে জুনাগড়ের যোশী পরিবার তাঁদের বাড়িতে একটি সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল ৷ কিন্তু, সেদিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হীরাবেনের মৃত্যু হয় ৷ শীতল, জাহ্নবি এবং কল্পনা তাঁদের মাকে হারিয়ে ভেঙে পড়েন ৷ তাঁরা জানিয়েছেন, হীরাবেন তাঁদের কাছে সবকিছু ছিলেন ৷ তাঁদের তিন বোনের যত্নে কোনও খামতি রাখতেন না ৷ মা ছিলেন শীতল, জাহ্নবি এবং কল্পনার জীবনের অনুপ্রেরণা ৷