ইন্দোর, 21 নভেম্বর: তিনটি তীর বিদ্ধ 65 বছরের বৃদ্ধের প্রাণ বাঁচাল ইন্দোরের এমওয়াই হাসপাতালের চিকিৎসকরা ৷ দীপাবলির দিন বিষ লাগানো তিন তীর ওই বৃদ্ধের শরীরে ঢুকেছিল ৷ পেটে ও কোমড়ের পাশে এই তিনটি তীর বিঁধেছিল ৷ দীপাবলির পরেরদিন মধ্যপ্রদেশের বারওয়ানির বাসিন্দা ইসমাল নামে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে সেই সময় তাঁর কোনও জ্ঞান ছিল না ৷ জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ইসমালের শরীর থেকে বিষাক্ত ওই তীরগুলি বের করা হয় ৷ এরপর তাঁর শরীর থেকে বিষের প্রভাব কাটানো হয় ৷
কিন্তু, কীভাবে এই তীরগুলি ঢুকেছিল ইসমাল নামে ওই বৃদ্ধের শরীরে ৷ জানা গিয়েছে, উপজাতীয় এলাকা মালওয়া নিমার অঞ্চলে অনেক ক্ষেত্রে, আদিবাসী কৃষকরা ফসলের ক্ষতি করে এমন প্রাণীদের রুখতে বিষাক্ত তীর ব্যবহার করে ৷ অনেক সময় নিজেদের মধ্যে বিবাদের ক্ষেত্রেও তাঁরা তীর ব্যবহার করে বলে অভিযোগ ৷ এক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছিল বলে অভিযোগ উঠেছে ৷ চাষের জমির সমস্যার ঘটনায় ইসমালের উপর তীর দিয়ে হামলা করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে একাধিক তীর ছোড়া হয় ৷ যে ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷