পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বারওয়ানিতে বৃদ্ধের শরীরে 3টি বিষাক্ত তীর, অস্ত্রোপচারে বাঁচল প্রাণ - অস্ত্রোপচার

Poisonous Arrows Entered in Old Man's Body in Indore: দীপাবলির দিন বিষ লাগানো তিনটি তীর বৃদ্ধের শরীরে ঢোকে ৷ মধ্য়প্রদেশের বারওয়ানির ঘটনায় জটিল অস্ত্রোপচারে বৃদ্ধের প্রাণ বাঁচল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:45 PM IST

ইন্দোর, 21 নভেম্বর: তিনটি তীর বিদ্ধ 65 বছরের বৃদ্ধের প্রাণ বাঁচাল ইন্দোরের এমওয়াই হাসপাতালের চিকিৎসকরা ৷ দীপাবলির দিন বিষ লাগানো তিন তীর ওই বৃদ্ধের শরীরে ঢুকেছিল ৷ পেটে ও কোমড়ের পাশে এই তিনটি তীর বিঁধেছিল ৷ দীপাবলির পরেরদিন মধ্যপ্রদেশের বারওয়ানির বাসিন্দা ইসমাল নামে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে সেই সময় তাঁর কোনও জ্ঞান ছিল না ৷ জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ইসমালের শরীর থেকে বিষাক্ত ওই তীরগুলি বের করা হয় ৷ এরপর তাঁর শরীর থেকে বিষের প্রভাব কাটানো হয় ৷

কিন্তু, কীভাবে এই তীরগুলি ঢুকেছিল ইসমাল নামে ওই বৃদ্ধের শরীরে ৷ জানা গিয়েছে, উপজাতীয় এলাকা মালওয়া নিমার অঞ্চলে অনেক ক্ষেত্রে, আদিবাসী কৃষকরা ফসলের ক্ষতি করে এমন প্রাণীদের রুখতে বিষাক্ত তীর ব্যবহার করে ৷ অনেক সময় নিজেদের মধ্যে বিবাদের ক্ষেত্রেও তাঁরা তীর ব্যবহার করে বলে অভিযোগ ৷ এক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছিল বলে অভিযোগ উঠেছে ৷ চাষের জমির সমস্যার ঘটনায় ইসমালের উপর তীর দিয়ে হামলা করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে একাধিক তীর ছোড়া হয় ৷ যে ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷

প্রথমে ইসমালকে বারওয়ানি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু, সেখানে তাঁর শরীর থেকে তীর বের করতে পারেননি চিকিৎসকরা ৷ এর পর তাঁকে ইন্দোরের হাসপাতালে ভরতি করানো হয় ৷ তীরগুলি তাঁর পেটে ও কোমড়ের কাছে লাগে ৷ সেগুলিকে সাধারণ উপায়ে বের করা কখনই সম্ভব হচ্ছিল না ৷ ক্ষত গভীর হওয়ার কারণে, তীরগুলি বের করা কঠিন হচ্ছিল ৷ ইন্দোরের হাসপাতালের চিকিৎসক অরবিন্দ ঘাঙ্গোরিয়ার নেতৃত্বে, একটি দল গঠন করা হয় অস্ত্রোপচারের জন্য ৷

জানা গিয়েছে, তীরের ক্ষতর কারণে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ৷ তার উপর বিষের প্রভাব ৷ সব মিলিয়ে 4-5 ঘণ্টার অস্ত্রোপচারে পেট এবং শরীরের বাকি অঙ্গ থেকে তীর বের করা হয় ৷ এরপর অ্যান্টি-ভেনম ওষুধ দিয়ে রোগীর শরীর থেকে বিষের প্রভাব কাটানো হয় ৷

আরও পড়ুন:

  1. জরায়ুর বদলে ডিম্বনালীতে ভ্রূণ, জটিল অস্ত্রোপচারে সাফল্য শান্তিপুর স্টেট জেনারেলে
  2. 40 মিনিটে শ্বাসনালী থেকে বের সেফটিপিন! 5 মাসের শিশুর প্রাণ রক্ষা কলকাতা মেডিক্যালে

ABOUT THE AUTHOR

...view details