মরিগাঁও (অসম), ১৬ জানুয়ারি: অসমে পথ দুর্ঘটনায় (Assam Accident) প্রাণ গেল তিনজন তীর্থযাত্রীর (Pilgrims Died in Road Accident)৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে মরিগাঁও জেলার ধরমতুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।
ট্রাকে ধাক্কা বাসের
রবিবার রাতে 22 জন তীর্থযাত্রীকে নিয়ে একটি বাস পরশুরাম কুণ্ড থেকে বক্সায় ফিরছিল । কিন্তু ধরমতুল থানার কাছে যাত্রী বোঝাই বাসটির সঙ্গে 37 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সংঘর্ষ হয় (Road Accident)৷ তীব্র গতিতে ছুটে আসা বাসটি প্রচণ্ড জোরে ট্রাকের গায়ে ধাক্কা মারে । দুর্ঘটনার খবর পেয়ে ধরমতুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে । পুলিশ আহত সবাইকে মরিগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করেছে । তবে তাঁদের মধ্যে থেকে তিনজনের মৃত্যু হয় ৷
আরও পড়ুন:নাসিকে জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 10