ধানবাদ, 14 নভেম্বর:ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুনে ঝলসে গেলেন একই পরিবারের তিনজন ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধানবাদের কেন্দুয়াদিহি থানা এলাকার জেওয়ার পট্টিতে ৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা ও এক চার বছরের মেয়ের ৷ এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছেন পরিবারের আরও তিন সদস্য ৷ তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৷
সোমবার রাতে কেন্দুয়াদিহি থানা এলাকার কেন্দুয়া বাজারে অবস্থিত জেওয়ার পট্টির এসকে জেনারেল মেকআপ স্টোরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুনের লেলিহান শিখা দেখতে পেতেই স্থানীয়দের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় । কিছুক্ষণের মধ্যেই স্থানীয় কয়েকহাজার মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
যে মেকআপের দোকানে আগুন লেগেছিল তার ঠিক উপরের বাড়িতে একই পরিবারের 6 সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে । আগুন নেভানোর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যদের প্রাণ বাঁচানোরও চেষ্টা করেন । খবর দেওয়া হয় দমকলে ৷ এরপর ঘটনাস্থলে যায় দমকলের দুটি বড় ইঞ্জিন ও একটি ছোট গাড়ি । আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই আগুন মেকআপ স্টোর সংলগ্ন একটি ইলেকট্রনিক দোকানকেও গ্রাস করে । শেষমেশ তিনজনকে বাঁচানো যায়নি । বাকি তিনজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় লোকজন দোকানের ওপরের বাড়িতে থাকা লোকজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করে । কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের অবস্থা খারাপ হতে শুরু করে ৷ তাতেও স্থানীয় লোকজন রাস্তার ওপরের বারান্দায় মই লাগিয়ে অনেক কষ্টে ঘরে ঢোকে । এতে তারা তিনজনকে বের করতে আনতে সক্ষম হয় ৷ এরপর ফায়ার ব্রিগেডের দল আরও তিনজনকে উদ্ধার করে ।