রায়বরেলি, 11 জানুয়ারি: কুয়াশার দাপটে দুর্ঘটনার ফলে উত্তরপ্রদেশের রায়বরেলিতে (UP Accident Due to Fog) মৃত্যু হল তিনজনের । রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ধাক্কা মারে একটি ডাম্পার ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছেন 5 জন ৷ মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানা এলাকার খাগিয়া খেদা গ্রামের কাছে বান্দা বাহরাইচ জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ রাস্তার পাশের চায়ের দোকানে উপস্থিত কয়েকজনকে ধাক্কা মারে সেই ডাম্পার ৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় (Raeareilly road accident)৷
মঙ্গলবার সকালে গুরুবখশগঞ্জ থানার অন্তর্গত বান্দা বাহরাইচ জাতীয় সড়কের খাগিয়া খেদা গ্রামের কাছে একটি চায়ের দোকানে চা পান করছিলেন গ্রামের প্রায় 12 জন । ভোরবেলা ঘন ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক । ফলে দৃশ্যমানতা কম ছিল ৷ এই কুয়াশার মধ্যেই হঠাৎ দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার চায়ের দোকানের দিকে ধেয়ে আসে ৷ এতটা আচমকা ঘটনাটি ঘটে যে চায়ের দোকানে উপস্থিত গ্রামবাসীরা পালানোর সুযোগ পাননি ৷ তাঁদের সোজা এসে ধাক্কা মারে ডাম্পারটি ৷ ঘটনাস্থলেই ৩ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গুরুতর আহত হন 5 জন ।