পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horrific Incident in Karnataka: অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 3 জনের, আহত 1 - অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু

কর্ণাটকের শিবমোগায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের 3 সদস্যের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক সদস্য ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Horrific Incident in Karnataka
অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 3 জনের

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 12:31 PM IST

শিবমোগা (কর্ণাটক):অগ্নিদগ্ধ হয়ে মৃত একই পরিবারের তিন সদস্যের ৷ রবিবার কর্ণাটকের থেরথাহল্লির এলাকার আরলাসুরালি গ্রামের স্থানীয় গণপতিকাট্টে রাইস মিলের কাছে একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে ৷ মৃতরা হলেন রাঘবেন্দ্র (63), তাঁর স্ত্রী নাগারত্না (55), ছেলে শ্রীরাম (34) ৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আর এক ছেলে ভরত (30) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা ৷ আগুন লাগায় ওই ব্যক্তির বাড়ির একটি ঘরও পুড়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রাঘবেন্দ্র গ্রামের একটি মন্দিরের পুরোহিত ছিলেন । তবে এদিন স্থানীয় বাসিন্দারা প্রথম ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ৷ কোনও দুর্ঘটনা ঘটেছে বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করেন ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ৷ ইতিমধ্যেই থেরথাহল্লি পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এটি আত্মহত্যা কি না তা তদন্তের পরেই জানা যাবে ৷

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বিজেপি বিধায়ক আরগ জ্ঞানেন্দ্র বলেন, "ঘটনাটি সত্যি অত্যন্ত দুঃখ জনক ৷ রাঘবেন্দ্রের পরিবার আমার খুব কাছের । এই ঘটনায় তিনজন মারা গিয়েছে। আরেক ছেলে ভরত আহত হয়েছেন এবং তাঁকে শিবমোগায় মেগান হাসপাতালে পাঠানো হয়েছে ।" তিনি আরও জানান, রাঘবেন্দ্র আগে দিল্লিতে ছিলেন ৷ সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকের কাজে নিযুক্ত ছিলেন । বর্তমানে তিনি বেঙ্গালুরুতে থাকতেন । আমি তাকে গত 40 বছর ধরে চিনি । তিনি আর্থিকভাবে সচ্ছল । তাঁর এক ভাই চিকিৎসক এবং একজন টেলিফোন বিভাগে কর্মরত । রাঘবেন্দ্রের ছেলে ভরত সুতোর ব্যবসায় যুক্ত ছিল । ইতিমধ্যেই ফরেনসিক বিভাগের লোকজন পৌঁছেছন ৷ নমুনা সংগ্রহ করছেন ঘটনার ৷ তদন্তের পরে ঘটনার কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: বন্ধুকে খুন! স্কুটিতে দেহ নিয়ে গুয়াহাটির রাস্তায় ছুড়ে ফেলল অভিযুক্ত

শিবমোগা এসপি মিঠুন কুমার বলেন, "প্রাথমিক ভাবে অনুমান পরিবারের সকলে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছে ৷ প্রথমে বাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ তারপর তিন জনে এক অপরের হাত ধরে আত্মহত্যার চেষ্টা করে ৷ রাঘবেন্দ্রর ছেলে ভরত 50 শতাংশ দগ্ধ হয়েছেন ৷ তিনি শিমোগা মেগান হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে কী কারণে পরিবারের সদস্যরা সকলে একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details