ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত মা ও দুই মেয়ে - ময়নাতদন্ত

Three run over by Vande Bharat: কাসমপুর রেল ক্রসিং বন্ধ থাকা অবস্থায় রাস্তা পারাপার করতে গিয়ে বিপত্তি ৷ এক ব্যক্তি রেলগেটের নীচ দিয়ে ঠেলাগাড়িতে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে ৷ ওই ব্যক্তি রাস্তা পেরিয়ে গেলেও উচ্চগতির বন্দে ভারত ট্রেনটি ওই গাড়ির পিছনে ধাক্কা দেয় । গাড়িতে থাকা তাঁর স্ত্রী মোনা এবং দুই মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 11:02 PM IST

মিরাট, 29 অক্টোবর: বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় দুই মেয়ে-সহ এক মহিলার মৃত্যু হয়েছে । রবিবার সন্ধ্যায় 40 বছর বয়সি এক মহিলা এবং তাঁর দুই মেয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা মারে । পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় । পুলিশ সুপার (শহর) পীযূষ কুমার সিং জানান, কাসমপুর লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সুপার আরও জানান, তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাক্রম বর্ণনা করতে গিয়ে পুলিশ জানিয়েছে, কাঁকরখেড়ার বাসিন্দা নরেশ একটি 'রেহা' (এক ধরনের হাতে চালিত গাড়ি) টানছিলেন । আর তাতেই তাঁর স্ত্রী মোনা (40) এবং তাদের দুই মেয়ে মনীষা (14), চারু (7) বসেছিল। ওই গাড়ির পিছনের দিকে এই তিন জন বসেছিল।

কাসমপুর রেল ক্রসিং বন্ধ থাকলেও নরেশ রেলগেটের নীচ দিয়ে বেরিয়ে যান। কিন্তু রেললাইন পার হওয়ার সময়ই ঘটে বিপত্তি । উচ্চগতির বন্দে ভারত ট্রেনটি ওই গাড়ির পিছনে ধাক্কা দেয় । মোনা এবং তাঁর দুই মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্যদিকে, এদিন রাতে এবার অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনায় অনন্তপক্ষে 6 জনের মত্যু হয়েছে ৷ এদিন সন্ধ্যায় অন্ধ্রের বিজয়নগরম জেলায় দু’টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে খবর ৷ ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর ৷ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয়জন ৷ আহত বহু ৷ তবে হতাহতের সংখ্য়া বাড়বে বলেই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6

রেল সূত্রে খবর, এদিন সংঘর্ষ হয় 08504 বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ওই একই রুট দিয়ে যাওয়া 08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের ৷ এই সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয় বিশাখাপত্তমন থেকে রায়গড়াগামী প্যাসেঞ্জার ট্রেনটির 3টি বগি ৷ ইতিমধ্যেই উদ্ধারকারী দল ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ এনডিআরএফ উদ্ধারকারী দলও এলাকায় যাচ্ছে বলে খবর ৷ স্থানীয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এলাকায় গিয়েছেন ৷ তবে অন্ধকারের জন্য উদ্ধার কাজে সমস্যা হচ্ছে ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details