ডিমা হাসাও (অসম), 27 মার্চ : অসমে খানডাং হাইড্রো পাওয়ার প্রজেক্টে টারবাইন বিস্ফোরণ করে বড় দুর্ঘটনা ৷ বিস্ফোরণের জেরে বাঁধ ভেঙে ডিমা হাসাও জেলার উমরাংশু শহর বন্যা কবলে পড়েছে ৷ আর হাইড্রো পাওয়ার প্রজেক্ট বিস্ফোরণের জেরে সেখানকার 3 জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ ওই জলবিদ্যুৎ প্রকল্পটি উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের আওতায় ছিল (Three NEEPCO Employees Killed in Turbine Explosion at Hydro Power Plant in Assam) ৷ শনিবারের এই ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে ৷
উত্তর-পূর্ব বিদ্যুৎ শক্তি কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে সেখানকার একটি বড় গাছ ভেঙে পড়ে তিনজন কর্মচারীর উপর ৷ তার জেরেই ওই 3 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ইঞ্জিনিয়ার অনুপম সাইকিয়া, প্রজেক্ট ম্যানেজার জয়ন্ত হাজারিকা এবং দিমরাজ জহরি নামে সংস্থার এক কর্মী ৷ তাঁরা গুরুতর আহত হয়েছিলেন ৷ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ওই তিনজনের ৷