আলিগড় (উত্তরপ্রদেশ), 24 এপ্রিল: পথকুকুরের হামলায় মৃত্যু হল তিন মাসের শিশুর ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিগড়ের কুয়ারসি থানার মহারানা প্রতাপ কলোনীর স্বর্ণজয়ন্তী নগর এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, ঘর থেকে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে যায় পথ কুকুরগুলি ৷ তারপর তাকে আক্রমণ করে । ঘটনাস্থলেই একরত্তির প্রাণ যায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ সেই সময় দু'টি কুকুর ঘরে ঢুকে তিনমাসের শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থাতেই টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মেরে ফেলে ৷ স্থানীয়রা দেখে শিশুটিকে মুখে করে নিয়ে ঘোরাফেরা করছে কুকুরটি ৷ এরপর চিৎকার-চেঁচামেচি করতেই শিশুটিকে ফেলে পালায় কুকুরগুলি ৷ তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির ৷ রবিবার সকালে শিশুর শেষকৃত্য হয় ৷ ঘটনার খবর পেয়ে কুয়ারসি থানার আধিকারিক অরবিন্দ কুমার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ৷ ঘটনাস্থলের আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷