পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফোন চুরির অভিযোগে 'শাস্তি', রাস্তায় ফেলে তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের - বিবস্ত্র করে মার

Three men stripped Naked by Mob: মোবাইল ফোন চুরির অভিযোগে রাস্তায় বিবস্ত্র করে মেরে 'শাস্তি' দেওয়া হল তিন যুবককে। তাদের রাস্তায় ফেলে নগ্ন করার আমজনতার মারধরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

তিন যুবককে বিবস্ত্র করে মার স্থানীয়দের
Three men stripped Naked by Mob

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 11:52 AM IST

Updated : Jan 14, 2024, 1:32 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি:ফোন চুরির অভিযোগে 'শাস্তি' দিতেশনিবার বিকেলে রাজধানীতে তিন যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল আমজনতা ৷ শুধু কি মার, সেইসঙ্গে ওই তিন অভিযুক্তের জামা খুলে নগ্ন করে হেনস্তা করে স্থানীয়রা ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷ সেইসঙ্গে একটি মামলাও দায়ের করেছে পুলিশ ৷ ঘটনাটি দিল্লির নরেলা এলাকার ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মোবাইল চুরির অভিযোগে রাস্তায় ফেলে ওই তিন যুবককে মারধর করা হচ্ছে। তাদের জামাকাপড় জোর করে খুলে নিচ্ছে আমজনতা ৷ তারপর ওই জামাগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে ৷ এই ঘটনায় এক পুলিশ আধিকারিক বলেন, "তাদের আটকে রেখে আমাদের হাতে তুলে দিতে পারত ৷ কিন্তু তা না-করে আমজনতা ওদের এইভাবে মারধর করেছে ৷ ওই তিন অভিযুক্ত লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পরে কোনওক্রমে সেখান থেকে পালিয়েছে ৷"

পুলিশ আরও জানিয়েছে, শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের কাছে ফোন আসে ৷ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে কিছুই দেখতে পায়নি ৷ পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং বলেন, "প্রাথমিকভাবে কোনও অভিযোগ পাওয়া যায়নি ৷ যে ফোন করেছিল তাকে খুঁজে বের করা হয়েছে ৷ তিনি জানান, বোনকে দেখতে নরেলা স্টেশনের কাছে গিয়েছিলেন ৷ সেখানে তিন অভিযুক্তকে নগ্ন করে মারধর করা হচ্ছে বলে তিনি ফোনে জানান ৷ "

তিনি আরও বলেন, "ওই তিন অভিযুক্ত সত্যিই কি ফোন চুরি করেছে তার তদন্ত চলছে ৷ আইপিসি ধারা 341 (অন্যায়ভাবে কাউকে মারধর করা) এবং 355 (ব্যক্তিকে অসম্মান করার উদ্দেশে আক্রমণ বা অপরাধমূলক কাজ কিংবা কাউকে কোনও উস্কানিমূলক কাজ) এর অধীনে একটি মামলা নথিভুক্ত হয়েছে ৷ যারা এমন কাজ করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12
  2. কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে
Last Updated : Jan 14, 2024, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details