নয়াদিল্লি, 14 জানুয়ারি:ফোন চুরির অভিযোগে 'শাস্তি' দিতেশনিবার বিকেলে রাজধানীতে তিন যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করল আমজনতা ৷ শুধু কি মার, সেইসঙ্গে ওই তিন অভিযুক্তের জামা খুলে নগ্ন করে হেনস্তা করে স্থানীয়রা ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷ সেইসঙ্গে একটি মামলাও দায়ের করেছে পুলিশ ৷ ঘটনাটি দিল্লির নরেলা এলাকার ৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মোবাইল চুরির অভিযোগে রাস্তায় ফেলে ওই তিন যুবককে মারধর করা হচ্ছে। তাদের জামাকাপড় জোর করে খুলে নিচ্ছে আমজনতা ৷ তারপর ওই জামাগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে ৷ এই ঘটনায় এক পুলিশ আধিকারিক বলেন, "তাদের আটকে রেখে আমাদের হাতে তুলে দিতে পারত ৷ কিন্তু তা না-করে আমজনতা ওদের এইভাবে মারধর করেছে ৷ ওই তিন অভিযুক্ত লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পরে কোনওক্রমে সেখান থেকে পালিয়েছে ৷"
পুলিশ আরও জানিয়েছে, শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের কাছে ফোন আসে ৷ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে কিছুই দেখতে পায়নি ৷ পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং বলেন, "প্রাথমিকভাবে কোনও অভিযোগ পাওয়া যায়নি ৷ যে ফোন করেছিল তাকে খুঁজে বের করা হয়েছে ৷ তিনি জানান, বোনকে দেখতে নরেলা স্টেশনের কাছে গিয়েছিলেন ৷ সেখানে তিন অভিযুক্তকে নগ্ন করে মারধর করা হচ্ছে বলে তিনি ফোনে জানান ৷ "
তিনি আরও বলেন, "ওই তিন অভিযুক্ত সত্যিই কি ফোন চুরি করেছে তার তদন্ত চলছে ৷ আইপিসি ধারা 341 (অন্যায়ভাবে কাউকে মারধর করা) এবং 355 (ব্যক্তিকে অসম্মান করার উদ্দেশে আক্রমণ বা অপরাধমূলক কাজ কিংবা কাউকে কোনও উস্কানিমূলক কাজ) এর অধীনে একটি মামলা নথিভুক্ত হয়েছে ৷ যারা এমন কাজ করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে ৷"
আরও পড়ুন:
- সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12
- কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
- কর্ণাটকে ঘটনার পুনরাবৃত্তি! যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় অর্ধনগ্ন করে মারধর জামাইবাবুকে