দান্তেওয়াড়া, 24 ডিসেম্বর: দান্তেওয়াড়ায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে ৷ ঘটনায় তিন মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাটেকল্যাণের তুমাকপাল এলাকায় রবিবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। একইসঙ্গে, এনকাউন্টারের পর তিনজন মাওবাদীর দেহও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দারভা বিভাগের দান্তেওয়াড়া এবং সুকমা সীমান্তে এদিন এনকাউন্টার করে পুলিশ ৷ মাওবাদী-পুলিশ সংঘর্ষে দান্তেওয়াড়া এবং সুকমা সীমান্তে হয়। জানা যাচ্ছে ডাব্বা কুন্নার জঙ্গলে এদিন পুলিশ এনকাউন্টার করে। পাশাপাশি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এনকাউন্টারে নিহত তিন মাওবাদী অত্যন্ত দাগি বলেই পরিচিত ছিল ৷ রাজ্যে একাধিক মাও হানার সঙ্গে এরা জড়িত ছিল বলেও জানিয়েছে পুলিশ ৷
এদিন দান্তেওয়াড়া এবং সুকমার সীমান্তে এই সংঘর্ষ হয় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। রবিবার বিকেলে নিরাপত্তা বাহিনী তথ্য পায় যে, দান্তেওয়াড়া ও সুকমা সীমান্তে বিপুল সংখ্যক মাওবাদী জড়ো হয়েছে। এরপর ঘটনাস্থলে পাঠানো হয় ডিআরজি জওয়ানদের। ডিআরজি জওয়ানদের ঘটনাস্থলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায় ৷ এরপর বিকেল সাড়ে পাঁচটায় ডিআরজি জওয়ান ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাইয়ের নির্দেশে এই অপারেশন করা হয় বলেও জানা গিয়েছে।