বদগাম, 10 অগস্ট: নিরাপত্তাবাহিনীর জালে তিন কুখ্যাত জঙ্গি ৷ বুধবার এনকাউন্টারে ধরা পড়ল 3 জন লস্কর-ই-তইবা (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ) জঙ্গি ৷ এদের মধ্যে রয়েছে লতিফ রাদের (Lateef Rather) ৷ সে রাহুল ভাট এবং আমরিন ভাট হত্যার সঙ্গে জড়িত ৷
কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার (ADGP Kashmir Vijay Kumar) একটি টুইট করে জানিয়েছেন, "এনকাউন্টার চলছে ৷ লতিফ রাদের-সহ এলইটি-র (টিআরএফ) তিনজন জঙ্গিকে বন্দি করা হয়েছে ৷ জঙ্গি লতিফ একাধিক হত্যার সঙ্গে যুক্ত ৷ সে রাহুল ভাট এবং আমরিন ভাট খুনে জড়িত ৷" এই এনকাউন্টারটি বাদগামের ওয়াটারহেল অঞ্চলে শুরু হয় ৷ পুলিশ এবং নিরাপত্তাবাহিনী এনকাউন্টার চালিয়ে যাচ্ছে, জানিয়েছেন এডিজিপি ৷
আরও পড়ুন: বদগামে টেলি-তারকার বাড়িতে ঢুকে গুলি, লস্কর-ই-তইবা জঙ্গি হানায় মৃত আমরিন ভাট
12 মে চাদুরার তেহসিল আধিরকারিক রাহুল ভাটকে তাঁর অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয় ৷ 26 মে বাদগামের চাদুরায় কাশ্মীরের টেলি-অভিনেত্রী আমরিন ভাটকে অজ্ঞাতপরিচয় জঙ্গিরা বাড়িতে ঢুকে খুন করে ৷ রবিবার বাদগাম অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর 34 আরআর ইউনিটের হাতে গ্রেফতার হয় 'হাইব্রিড' জঙ্গি ৷ তারা লস্কর-ই-তইবার সদস্য ৷ তার নাম আরশিদ আহমদ ভাট ৷ সে বাদগামের সনগামে থাকে ৷ এরপরই শ্রীনগর পুলিশ এবং লয়ায়পুরার 2আরআর-এর যৌথ দল গ্রেফতারি অভিযান চালায় ৷ জঙ্গি থেকে 5টি পিস্তল, 5টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হয়েছে 2টি হ্যান্ড গ্রেনেডও ।