কোয়েম্বাটুর, 15 মার্চ: ইউপিএসের ব্যাটারিতে বিস্ফোরণ, যার জেরে ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু হল তিনজনের ৷ তিন মহিলার একজন মা এবং বাকি দু'জন মেয়ে (three women die in Coimbatore in UPS battery bursts) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ৷
পুলিশ জানিয়েছে মৃতরা হলেন, বিজয়লক্ষ্মী (50), অর্চনা (24) ও অঞ্জলি (21) ৷ এই দুর্ঘটায় একটি পোষ্যেরও মৃত্যু হয়েছে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, এদিন ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেই তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন ৷