ইম্ফল, 5 অগস্ট:মণিপুরে নতুন করে হিংসা । জঙ্গিদের হাতে নৃশংস ভাবে খুন হলেন তিন জন । পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় জঙ্গিরা হামলা চালায় ৷ তাতেই প্রাণ হারিয়েছেন 3 জন ৷ মৃতদের মধ্যে দু'জন বাবা ও ছেলে ৷ এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী-সহ তিনজন ৷ তাঁরা তিনজনই ইম্ফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে তাঁরা এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে ৷
এই ঘটনার পরপরই জেলাপ্রশাসন কার্ফুর সময়সীমা বাড়িয়ে দিয়েছে ৷ ইম্ফলের দু'টি জেলায় ভোর 5টা থেকে রাত সাড়ে 10টা পর্যন্ত কার্ফু জারি হয়েছে ৷ আগে এই সময়সীমা ছিল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের কাওয়াকটায় এই ঘটনা ঘটেছে ৷ তিনজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ৷ সেই সময় জঙ্গিরা তাঁদের গুলি করে ৷ পরে ওই তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে ছিন্নভিন্ন করে ৷ ওই জঙ্গিরা চুরাচন্দপুর থেকে এসেছিল বলে জানা গিয়েছে ৷ কাওয়াকটা এলাকার কাছে ফৌগাকচাওতে মণিপুর পুলিশ এবং ওই জঙ্গিবাহিনীর মধ্যে গুলিযুদ্ধ চলছে ৷
আরও পড়ুন: ইম্ফলের বিষ্ণুপুরে সংঘর্ষে আহত 17, কারফিউ বিধি আরও কঠোর করার নির্দেশ
পুলিশ আরও জানিয়েছে, মৃত ওই তিনজন ব্যক্তি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিলেন ৷ পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় শুক্রবারই তাঁরা বাড়ি ফিরে আসেন ৷ ঘটনার সঙ্গে সঙ্গে কাওয়াকটায় বহু মানুষ জড়ো হয় ৷ উত্তেজিত জনতা চুরাচন্দপুরের দিকে যেতে চাইলে পথে তাদের রাস্তা আটকায় নিরাপত্তারক্ষীরা ৷
4 অগস্ট কৌটরুক পাহাড়ে মণিপুর পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী একটি অভিযান চালায় ৷ পুলিশের দাবি, তারা সেখানে কমপক্ষে 7টি বেআইনি বাঙ্কার ধ্বংস করেছে ৷ এর মধ্যে, শনিবার 24 ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে 27টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটিং কমিটি ৷ এর ফলে ইম্ফল উপত্যকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে ৷ এলাকার সব দোকান, বাজার বন্ধ ৷ এমনকী স্কুলগুলিও বন্ধ রাখা হয়েছে ৷
আরও পড়ুন: মণিপুর বিধানসভার অধিবেশন হোক, জরুরি ভিত্তিতে সুপারিশ রাজ্যপালের কাছে
3 মে থেকে অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন আলোচনার আর্জি জানিয়েছে মণিপুর মন্ত্রিসভা ৷ এই মর্মে রাজ্যপাল অনসূয়া ইউকের কাছে চিঠিও দিয়েছেন কংগ্রেসের পাঁচজন বিধায়ক ৷ 21 অগস্ট মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হতে পারে বলে জানা গিয়েছে ৷