চাইবাসা ও রায়পুর, 17 নভেম্বর:ঝাড়খণ্ডের চাইবাসায় এক আইইডি বিস্ফোরণে শুক্রবার মৃত্যু হয়ে এক সিআরপিএফ জওয়ানের ৷ বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুই সিআরপিএফ জওয়ান ৷ পশ্চিম সিংভূম জেলার পুলিশ জানিয়েছে, মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ এছাড়াও এদিন ভোটপর্ব শেষের পর ছত্তিশগড়েও মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায় ৷ তাতে প্রাণ হারিয়েছেন ইন্দো-তিবেটান বর্ডার পুলিশের এক জওয়ান ৷
এদিন দুপুর আড়াইটে নাগাদ এই বিস্ফোরণ ঘটে ৷ জানা গিয়েছে, এদিন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যখন ঝাড়খণ্ডের গোইলকেরা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেই সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ জেলা পুলিশ সুপার আশুতোষ শেখর সংবাদসংস্থাকে জানিয়েছেন আহত দুই জওয়ানকে এয়ারলিফ্ট করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ চিকিৎসা চলাকালীনই অপর জওয়ানের মৃত্যু হয় ৷
অন্যদিকে, ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের দ্বিতীয়দফার ভোটগ্রহণ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ৷ এদিন নির্বাচনপর্ব শেষে গড়িয়াবন্দ জেলায় মাওবাদীদের দ্বারা করা এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ইন্দো-তিবেটান বর্ডার পুলিশের এক জওয়ান ৷ জানা গিয়েছে, মণিপুর পুলিশ স্টেশন এলাকার বড়ে গোবরা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে ৷
এদিন ভোটপর্ব শেষ হওয়ার পর যখন ভোটকর্মীরা নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ফিরছিলেন সেই সময় ওই বিস্ফোরণটি হয় ৷ এদিন ছত্তিশগড়ের 70 টি নির্বাচনী কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোটগ্রহণ হয় ৷ তবে মাওবাদী অধ্যুষিত গড়িয়াবন্দ জেলায় বৃন্দানাওয়াগড় বিধানসভা কেন্দ্রের 9টি বুথে এদিন ভোটগ্রহণ হয় সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত ৷