পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Three held in Hyderabad: টিআরএসের 'বিধায়কদের কিনতে' গিয়ে আটক 3, বিজেপিকে দুষল কেসিআরের দল

সাইবারাবাদের পুলিশ কমিশনার স্টিফেন রবীন্দ্র জানিয়েছেন, টিআরএস বিধায়কদের থেকে খবর পেয়েই একটি ফার্ম হাউজে তল্লাশি চালায় পুলিশ । টিআরএসের অভিযোগ 4 বিধায়ককে 100 কোটি টাকা করে দিয়ে কেনার চেষ্টা করেছিল বিজেপি (Three held with cash while trying to buy)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 27, 2022, 9:37 AM IST

Updated : Oct 27, 2022, 10:37 AM IST

হায়দরাবাদ , 27 অক্টোবর: 'বিধায়ক কিনতে গিয়ে' আটক তিন । তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার সাইবারাবাদ এলাকার পুলিশ এই তিন জনকে একটি ফার্ম হাউজ থেকে করেছে । তাদের থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর । পুলিশের অনুমান টিআরএসের বিধায়কদের 'কিনতে' টাকা নিয়ে এসেছিল ওই তিন জন। একটি সূত্রের দাবি আটক হওয়া এই তিন জন দিল্লি, তিরুপতি এবং হায়দ্রাবাদের বাসিন্দা । সাইবারাবাদের পুলিশ কমিশনার স্টিফেন রবীন্দ্র জানিয়েছেন, টিআরএস বিধায়কদের থেকে খবর পেয়েই ওই ফার্ম হাউজে তল্লাশি চালায় পুলিশ (Three held with cash while allegedly trying to buy MLAS ) ।

তেলেঙ্গানা বিধানসভায় টিআরএসের মুখ্যসচেতক (Chief Whip of Telangana Assembly) বালকা সুমনের দাবি, বিজেপি টিআরএসের বিধায়ক কেনার চেষ্টা করছে । কিন্তু টিআরএসের বিধায়করা কেসিআরের সৈনিক । তাঁদের আত্মসম্মান যে এত সহজে কেনা যায়ন না তা আরও একবার প্রমাণ হল। সাংবাদিকদের তিনি আরও বলেন," আমাদের 4 বিধায়ককে 100 কোটি টাকা করে দিয়ে কেনার চেষ্টা করেছিল বিজেপি । এরপর আমাদের বিধায়করাই পুলিশকে খবর দেন । বিজেপি কর্নাটক থেকে শুরু করে দিল্লি এবং মহারাষ্ট্রে নানা রকমের ষড়যন্ত্র করেছে । এখানেও করছে । কিন্তু তেলেঙ্গানা কেসিআরের উপর আগেও ভরসা রেখেছে, এখনও রাখবে । তাঁর নেতৃত্বেই এগিয়ে যাবে । "

উদ্ধার হওয়া ওই টাকা আচমপেটের বিধায়ক গুভুলা বলরাজু, কোল্লাপুরের বিধায়ক বিরাম হর্ষবর্ধন, পিনাপাকার বিধায়ক রেগা কণ্ঠ রাও এবং তন্দুরের বিধায়ক রোহিত রেড্ডিকে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের ।

আরও পড়ুন: বাবা 'রেপ' রহিম ! প্যারোলে গান প্রকাশের পরেই আইন পরিবর্তনের ডাক মহুয়ার

Last Updated : Oct 27, 2022, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details