নির্মল, 15 মার্চ:মোরে মৌনিকা, সিব্বুলা মৌনিকা ও কুন্তা মৌনিকা (Namesake girls) ৷ এই তিন কন্যার পদবী আলাদা হলেও নাম এক ৷ এতে অবশ্য নতুন কিছু নেই ৷ অনেকেরই তো এক নাম হয় ৷ তবে মজাটা বোঝা যাবে অন্য আরও কয়েকটি বিষয়ে নজর রাখলে ৷ তিনজনের গ্রাম একই জোনে ৷ তাঁরা পড়েছেন একই স্কুলে ৷ তিনজনেই একই সরকারি চাকরির জন্য আবেদন করেছিলেন ৷ একই ধরনের কাজের জন্য তিনজনেই নিযুক্ত হয়েছেন ৷ এখানেই শেষ নয় ৷ এখন তাঁরা একই জায়গায় একই অফিসে কর্মরত ৷ আর এ ভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে গিয়েছে এই নেমসেকের গল্প ৷
তিন কন্যা থাকেন তেলাঙ্গানার (Telangana news) নির্মল জেলার লোকেশ্বরম জোনে ৷ দশম শ্রেণি পর্যন্ত তাঁরা পড়েছেন একই স্কুলে, সারদা বিদ্যামন্দির ৷ এসএসসি দিয়ে এই তিন কন্যাই 2014-2016 সালে এগ্রিকালচার ডিপ্লোমা করেন ৷ তারপর তাঁরা তেলাঙ্গানা সরকারের এগ্রিকালচার পদের চাকরির জন্য আবেদন করেন ৷ চাকরির পরীক্ষায় সফল হন তিনজনই ৷ তাঁদেরকে নির্মল জেলার লোকেশ্বরম জোনের গডচন্দা ক্লাস্টারে পোস্টিং দেওয়া হয় ৷ সেখানে তিনজনই কাজে যোগ দেন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে ৷ তাঁদের কাজের ধারাও প্রায় একই ৷