দিল্লি, 26 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নিখোঁজ হয়েছেন তিন মৎস্যজাবী ৷ এদিন সন্ধ্যায় তাঁরা মাছ ধরে ফিরছিলেন ৷ সেই সময়ই তাঁরা সাইক্লোন গুলাবের (Cyclone Gulab) মুখে পড়েন ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে ৷
শ্রীকাকুলামের একদল মৎস্যজীবী এদিন সন্ধ্যায় সমুদ্র থেকে ফেরার সময় মান্দাসা উপকূলে সাইক্লোনের মুখে পড়েন ৷ তাঁরা মোট 6 জন ছিলেন নৌকায় ৷ তাঁদের উপর সাইক্লোনটি আছড়ে পড়ায় নৌকা থেকে পাঁচজন সমুদ্রে পড়ে যান ৷ একজন নৌকায় তখনও ছিলেন ৷ বজ্রপুকোটুরু থানার সাব ইন্সপেক্টর গোবিন্দরাও প্রাথমিকভাবে জানিয়েছিলেন, সমুদ্রে মৎস্যজীবীদের নৌকাটি উলটে গিয়েছিল ৷ পুলিশ-প্রশাসনের তরফে ওই পাঁচ মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ তাঁরা প্রত্যেকেই শ্রীকাকুলামের বাসিন্দা ৷ ওই পাঁচজনের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গেলেও বাকি দু'জন নিখোঁজ ৷ অনুমান করা হচ্ছে যে তাঁরা মারা গিয়েছেন ৷ নৌকায় থাকা আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন ৷