কবিরধাম (ছত্তিশগড়), 15 জানুয়ারি: মকর সংক্রান্তির দিন ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হল শিশু-সহ একই পরিবারের তিনজনের । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কবিরধামের কুকদুরের নাগডাবরায় ৷ এই ঘটনার পর গোটা কবিরধাম জেলায় শোকের ছায়া নেমে এসেছে । পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও এক শিশু রয়েছে । রাতে তিনজনই ঘরে ঘুমিয়ে ছিলেন ৷ সকালে তাদের দেহ পোড়া অবস্থায় পাওয়া যায় । আগুনে বাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ।
জানা গিয়েছে, রবিবার রাতে ওই বাড়িটিতে আগুন লাগে । এতে ঘটনাস্থলেই বুধরাম বাইগা, তাঁর স্ত্রী হীরামতি বাইগা ও ছেলে জোনুরাম বাইগার পুড়ে মৃত্যু হয় । সকালে প্রতিবেশীরা বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখে পুলিশে খবর দেয় । এরপরই গোটা ঘটনার কথা জানা যায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । বাড়িটি সিল করা হয়েছে । ডিএসপি পঙ্কজ প্যাটেল জানান, "সকালে খবর পাওয়া গিয়েছে যে নাগডাবরা গ্রামের একটি বাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে । খবর পাওয়ার পর পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে ।"