পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pro-Pakistan Slogan in Bengaluru: 'পাকিস্তানের সমর্থনে স্লোগান', গ্রেফতার 3 ইঞ্জিনিয়ারিং পড়ুয়া - গ্রেফতার 3 ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

'পাকিস্তানকে সমর্থন করে' স্লোগান দিয়ে গ্রেফতার 3 ইঞ্জিনিয়ারিং পড়ুয়া (Three Engineering Students Booked for Shouting Pro-Pakistan Slogan) ৷ বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য ।

three-engineering-students-booked-for-shouting-pro-pakistan-slogan-in-bengaluru
three-engineering-students-booked-for-shouting-pro-pakistan-slogan-in-bengaluru

By

Published : Nov 19, 2022, 10:57 AM IST

Updated : Nov 19, 2022, 11:55 AM IST

বেঙ্গালুরু, 19 নভেম্বর: পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল বেঙ্গালুরুর 3 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে (Three Engineering Students Booked for Shouting Pro-Pakistan Slogan) ৷ ঘটনায় কলেজ কর্তৃপক্ষও ওই তিন পড়ুয়াকে সাসপেন্ড করেছে ৷ ওই ইঞ্জিনিয়ারিং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে একটি মেয়ে এবং 2টি ছেলেকে পাকিস্তানপন্থী স্লোগান দিতে শোনা যায় ৷ গ্রেফতার হওয়ার পর থানা থেকেই তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন ৷ যদিও ভিডিয়োটির সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ অভিযোগ ওই ভিডিয়োতে দেখা গিয়ে, একটি মেয়ে এবং 2টি ছেলে পাকিস্তানের সমর্থনে স্লোগান দিচ্ছে ৷ জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন প্রথমবর্ষের 3 পড়ুয়া ওই স্লোগান দিয়েছিলেন ৷ ভিডিয়োটিতে একটি ছেলে এবং মেয়েটিকে স্লোগান দিতে দেখা গিয়েছে ৷ আর তৃতীয়জন তাঁদের ভিডিয়ো করছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

অন্যদিকে, ওই ভিডিয়োতে এও দেখা গিয়েছে, ওই 3 জনকে পাকিস্তানের সমর্থনে স্লোগান দিতে দেখে কয়েকজন যুবক তাঁদের প্রশ্ন করে, কেন এমনটা করছেন তাঁরা ? পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়ায় একটি ছেলেকে মারতেও দেখা যায় তাঁদের ৷ ক্ষমা চাইতে বলা হয় ভিডিয়োতে ৷ ওই পড়ুয়া এর পর ক্ষমা চেয়ে জানান, কারও ভাবাবেগে আঘাত করতে চাননি তাঁরা ৷ এর পরেই ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷

আরও পড়ুন:তৃণমূলের ব়্যালি থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, ভিডিয়ো বিকৃতির অভিযোগ শাসকদলের

খবরটি কলেজ কর্তৃপক্ষের কানে এলে, তাঁরা সেই ভিডিয়ো খতিয়ে দেখে 3 জনকে সাসপেন্ড করেছে ৷ অন্যদিকে, ওই 3 ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বিরুদ্ধে হোয়াইটফিল্ড ডিভিশন থানায় অভিযোগ দায়ের হয় ৷ যার ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ তাঁদের বিরুদ্ধে আইপিসি 153 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অর্থাৎ, উস্কানিমূলক কাজকর্মে জড়িত থাকার অপরাধ ৷ যদিও, 3 অভিযুক্ত পড়ুয়া থানা থেকেই জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন ৷

Last Updated : Nov 19, 2022, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details