আগরতলা, 19 মার্চ:ত্রিপুরা পুলিশ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ তাদের কাছ থেকে তিন কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে (Drugs Seized worth 3cr in Tripura) ৷ সোমবার গভীর রাতে ধলাই জেলার অন্তর্গত কমলপুর থেকে তাদের গ্রেফতার করা হয় ৷ এবছরের শেষ তিন মাসে ত্রিপুরায় প্রথম এত মাদক উদ্ধার হল বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কিশোর দেববর্মা (Binoy Kishore Debbarma) জানিয়েছেন, তাঁরা তিনজনকে গ্রেফতার করেছেন এবং 3 কেজিরও বেশি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি থেকে ৷
তিনি বলেন, "আমাদের কাছে তথ্য ছিল যে উনাকোটি জেলার কুমারঘাট দিক থেকে মাদকদ্রব্য নিয়ে দুটি গাড়ি আসছে । তারা সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দিকে যাচ্ছিল । তথ্যের ভিত্তিতে আমরা ধলাই জেলার কমলপুর মহকুমার শ্রীরামপুরে যানবাহন তল্লাশির জন্য একটি নাকা পয়েন্ট স্থাপন করি । আমরা মারুতি সুজুকির একটি গ্র্যান্ড ভিটারা-সহ দুটি গাড়িই আটক করেছি ৷ যা নম্বরহীন ছিল এবং আরেকটি বোলেরো দ্রব্য বোঝাই ট্রাক । নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে আমরা উভয় যানবাহনে তল্লাশি করে 244টি ছোট পাত্র বাজেয়াপ্ত করেছি ৷ যাতে 3 কেজি 69 গ্রামের বেশি মাদক রাখা ছিল ৷"