দেরাদুন, 30 নভেম্বর: সহপাঠীদের বিরুদ্ধে চরম লাঞ্ছনার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন এক ছাত্র ৷ তাঁর দাবি, ওই তিন সহপাঠী প্রথমে তাঁকে জোর করে মদ্যপান করান এবং পরে তাঁর বিবস্ত্র ছবি (Nude Photo) তোলেন ৷ পরবর্তীতে সেই ছবি দেখিয়েই ওই পড়ুয়াকে 'ব্ল্য়াকমেল' (Blackmail) করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনের (Dehradun) প্রেমনগর থানা এলাকায় ৷ অভিযুক্তদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা ৷ তিন অভিযুক্ত এবং অভিযোগকারী, চারজনই বিবিএ পড়ুয়া ৷ দেরাদুনের একটি কলেজে পড়াশোনা করেন তাঁরা ৷ থাকেন কলেজেরই ছাত্রাবাসে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে ৷ অভিযোগকারী ছাত্রের দাবি, হস্টেলের ঘরে বসে পড়াশোনা করছিলেন তিনি ৷ সেই সময়েই কলেজের দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া জেরেমি মালিক ও সমঞ্জয় অ্যান্টনি এবং প্রথম বর্ষের ছাত্র আকর্ষ গুপ্তা তাঁর ঘরে ঢোকেন ৷ এঁদের মধ্যে জেরেমি কলকাতায় থাকেন ৷ আকর্ষ গুপ্তার বাড়ি পটনায় ৷ তবে, সমঞ্জয় কোথা থেকে সংশ্লিষ্ট কলেজে পড়তে এসেছেন, তা জানা যায়নি ৷