মুম্বই, 15 এপ্রিল :লাইনচ্যুত হল দাদর-পুদুচেরি এক্সপ্রেস 11005-এর তিনটি বগি ৷ শুক্রবার রাত 9.45 মিনিট নাগাদ মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনে সিএসএমটি-গাদগ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে, জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে ৷ যদিও ধাক্কার তীব্রতা তেমন জোরালো না হওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি (Three coaches of the Dadar-Puducherry Express 11005 derailes near Matunga station in Mumbai) ৷
ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেনের 170তম বার্ষিকীর ঠিক আগের দিন বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটল ৷ দাদর টার্মিনাসের 7 নং প্ল্যাটফর্মে ডাউন লাইনে ঢুকছিল দাদর-পুদুচেরি চালুক্য এক্সপ্রেস ৷ সাড়ে ন'টা নাগাদ সিএসএমটি-গাদগ এক্সপ্রেস (CSMT-Gadag Express) স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং দাদর এক্সপ্রেসকে পিছন দিক থেকে ধাক্কা মারে ৷ যার জেরে লাইনচ্যুত হয়ে যায় দাদর-পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি ৷ লাইনচ্যুত হওয়ার ঠিক আগের মুহূর্তে দু'টি এক্সপ্রেস ট্রেনের অবস্থার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র শিবাজি সুতার জানিয়েছে, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে ৷ আপ এবং ডাউন লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল, তা আবার ঠিক হয়েছে ৷