শ্রীনগর, 11 নভেম্বর: ডাল লেকের হাউস বোটে শনিবার ভোরে লাগা আগুনে 3 জন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ৷ অগ্নিকাণ্ডের জায়গা থেকে ওই পর্যটকদের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে ৷ বলা হচ্ছে, দেহগুলি সেখানে থাকা বাংলাদেশি পর্যটকদের ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেহগুলি শনাক্ত করা যায়নি ৷ ডাল লেকের ঘাট নম্বর নয়ের কাছে আগুনে পুড়ে যাওয়া হাউস বোটগুলির ধ্বংসাবশেষ থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই হাউস বোটে বাংলাদেশ থেকে আসা পর্যটকরাই ছিলেন ৷
তবে, কীভাবে এই আগুন লেগেছে ? তা এখনও জানা যায়নি ৷ পাঁচটি হাউস বোট ও তার কাছে বাঁধা কয়েকটি শিকারা আগুনে পুড়ে গিয়েছে ৷ পুলিশ প্রশাসন মনে করছে পাঁচটি হাউস বোটের একটির হিটারে কোনও সমস্যা দেখা দেয় ৷ সেখান থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে, উদ্ধার হওয়া ওই তিনটি দেহের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে ৷ হাউস বোটগুলিতে থাকা পর্যটকদের পরিবারকে বাংলাদেশে খবর পাঠানো হয়েছে ৷ তাঁদের সঙ্গে ডিএনএ পরীক্ষার পর, তা মিললে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷