পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dal Lake Houseboat Fire: ডাল লেকে হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 বাংলাদেশি পর্যটকের মৃত্যু - Dal Lake

Foreign Tourists dead in Dal Lake Houseboat Fire: ডাল লেকে শুক্রবার রাতে 5টি হাউস বোটে লাগা আগুনের ঘটনায় তিনজন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুড়ে যাওয়া হাউস বোটের ভিতর থেকে আজ দেহগুলি উদ্ধার করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Nov 11, 2023, 8:25 PM IST

Updated : Nov 11, 2023, 8:36 PM IST

শ্রীনগর, 11 নভেম্বর: ডাল লেকের হাউস বোটে শনিবার ভোরে লাগা আগুনে 3 জন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ৷ অগ্নিকাণ্ডের জায়গা থেকে ওই পর্যটকদের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে ৷ বলা হচ্ছে, দেহগুলি সেখানে থাকা বাংলাদেশি পর্যটকদের ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেহগুলি শনাক্ত করা যায়নি ৷ ডাল লেকের ঘাট নম্বর নয়ের কাছে আগুনে পুড়ে যাওয়া হাউস বোটগুলির ধ্বংসাবশেষ থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই হাউস বোটে বাংলাদেশ থেকে আসা পর্যটকরাই ছিলেন ৷

তবে, কীভাবে এই আগুন লেগেছে ? তা এখনও জানা যায়নি ৷ পাঁচটি হাউস বোট ও তার কাছে বাঁধা কয়েকটি শিকারা আগুনে পুড়ে গিয়েছে ৷ পুলিশ প্রশাসন মনে করছে পাঁচটি হাউস বোটের একটির হিটারে কোনও সমস্যা দেখা দেয় ৷ সেখান থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে, উদ্ধার হওয়া ওই তিনটি দেহের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে ৷ হাউস বোটগুলিতে থাকা পর্যটকদের পরিবারকে বাংলাদেশে খবর পাঠানো হয়েছে ৷ তাঁদের সঙ্গে ডিএনএ পরীক্ষার পর, তা মিললে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

শনিবার ভোর 5টা 15 মিনিটে প্রথম আগুন দেখা যায় ৷ পুরোটাই কাঠের হওয়ায় আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে হাউস বোটে থাকা পর্দা এবং অন্যান্য দাহ্য বস্তু সেই আগুনকে ছড়িয়ে পড়তে সাহায্য করে ৷ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে প্রশাসন ৷ প্রায় বেশ কয়েকঘণ্টার কঠিন পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল এবং স্থানীয়রা ৷

আরও পড়ুন:

  1. শ্রীনগরের ডাল লেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি হাউজবোট
  2. আগুনের লেলিহান শিখায় পুড়ল চলন্ত বাস ! মৃত এক; আহত বহু
Last Updated : Nov 11, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details