পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Atiq Ahmed Murder: 'কোনও সম্পর্ক নেই', আতিক খুনে ধৃতদের নিয়ে উদাসীন পরিবার ! - Atiq Ahmed Murder

আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের খুনের ঘটনায় ধৃত তিন আততায়ীর সঙ্গেই তাদের পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ ছিল না ৷ প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে ৷ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ধৃতদের পরিবারের সদস্যরা ৷

three assailants of Atique Ahmed Murder had no relation with their families
খুনের আগের ও পরের মুহূর্ত

By

Published : Apr 16, 2023, 1:54 PM IST

Updated : Apr 16, 2023, 5:22 PM IST

লখনউ, 16 এপ্রিল:আতিক আহমেদ ও তাঁর ভাইয়ের খুনের ঘটনায় ধৃত তিন যুবকেরই পুলিশের খাতায় নাম রয়েছে ৷ শনিবার রাতের ভয়াবহ শ্যুটআউটের পর উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকেই এই খবর প্রকাশ্যে আনা হয়েছে ৷ এই তিন যুবকের নাম লভেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য্য ৷ আতিককে খুন করতে সাংবাদিকের ছদ্মবেশ ধরেছিল তারা ! পৌঁছে গিয়েছিল একেবারে টার্গেটের পাশে ! তিনজনেরই পরিবারের সদস্যদের দাবি, তাঁদের সঙ্গে গ্রেফতার হওয়া তিন যুবকের বর্তমানে কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই !

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খুনিদের মধ্য়ে অন্যতম লভেশ তিওয়ারি আগেও হাজতবাস করেছে ৷ তার বাবা যজ্ঞ তিওয়ারি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, "ও আমারই ছেলে ৷ আমরা টিভিতে ঘটনাটা দেখেছি ৷ লভেশের সঙ্গে বা এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ ও এখানে থাকে না ৷ পরিবারের কোনও কিছু নিয়ে মাথাও ঘামায় না ৷ আমাদের এসব সম্পর্কে কোনও দিন কিছু জানায়নি ৷ তবে, পাঁচ-ছ'দিন আগে ও এখানে এসেছিল ৷ তার আগে বহু বছর ওর সঙ্গে আমাদের কথা হয়নি ৷ ওর বিরুদ্ধে আগেও মামলা হয়েছে ৷ তার জন্য ওকে হাজতবাসও করতে হয়েছে ৷" লভেশ মাদকসক্ত বলেও জানিয়েছেন তাঁর বাবা ৷

আর এক খুনি সানি সিং কাসগঞ্জের বাসিন্দা ৷ তার বিরুদ্ধে আগের অন্তত 14টি মামলার হদিশ পাওয়া গিয়েছে ৷ দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে ৷ সানির বাবা মারা গিয়েছেন ৷ তারপর নিজের ভাগের পারিবারিক সম্পত্তি বিক্রি করে বাড়ি ছেড়ে চলে যায় সে ৷ বাড়িতে সানির ভাই, মা রয়েছেন ৷ তাঁদের দাবি, প্রায় পাঁচবছর সানির সঙ্গে কোনও যোগাযোগ নেই পরিবারের ৷ সানির ভাইয়ের একটি চায়ের দোকান রয়েছে ৷ সেই দোকানের রোজগারেই সংসার চালান তিনি ৷ তাঁর নাম পিন্টু সিং ৷ পিন্টু জানিয়েছেন, "ও কোনও দিন কাজকর্ম করত না ৷ এখানে-ওখানে ঘুরে বেড়াত ৷ আমরা আলাদা থাকি ৷ ও যে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছে, জানতাম না ৷ আমাদের এই ঘটনা সম্পর্কে কোনও ধারণা নেই ৷"

আরও পড়ুন:সত্যপালের সাক্ষাৎকার থেকে নজর ঘোরাতেই খুন আতিক ! টুইটে তোপ মহুয়ার

আতিক খুনে তৃতীয় আততায়ী অরুণ মৌর্য্যের বাড়ি হামিরপুরে ৷ ছোটবেলাতেই বাড়ি ছেলে চলে গিয়েছিল সে ৷ সূত্রের দাবি, 2010 সালে ট্রেনে এক পুলিশকর্মীকে খুন করা হয় ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল অরুণের ৷ একটা সময় দিল্লির একটি কারখানায় কাজ করত সে ৷ কিন্তু, পরবর্তীতে অপরাধ জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে অরুণ ৷

Last Updated : Apr 16, 2023, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details