দূর্গ (ছত্তিশগড়), 12 মে:একটি শেয়ার স্ক্যাম মামলায় কলকাতার ব্যবসায়ী প্রকাশ জয়সওয়ালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ছত্তিশগড়ের দূর্গ থেকে আয়কর আইনজীবী সুরেশ কোঠারি ও তাঁর ছেলে সিদ্ধার্থ কোঠারিকে গ্রেফতার করল সিবিআই ৷ গ্রেফতার করা হয়েছে সুরেশ কোঠারির সিএ শ্রীপাল কোঠারিকে ৷ উল্লেখ্য, প্রকাশ জয়সওয়াল হাইকোর্টে অভিযোগ করেছিলেন তাঁর 54 কোটি টাকার শেয়ার কোঠারিরা দুর্নীতি করে নিয়ে নিয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতি আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ৷
আদালতের নির্দেশের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ৷ শুক্রবার দুর্গের পদ্মনাভপুরে সুরেশ কোঠারির বাড়িতে যায় 20 সদস্যের সিবিআই তদন্তকারী দল ৷ দীর্ঘ প্রায় 6 ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয় ৷ এদিনই ধৃতদের দূর্গের সিজেএম আদালতে তোলা হয় ৷ সেখানে ধৃতদের ট্রানজিট রিমান্ডে তিনদিনের জন্য কলকাতায় নিয়ে যাওয়ার আবেদন জানানো হয় ৷ সেই আবেদন মঞ্জুর করে আদালত ৷ এরপরেই ধৃতদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় সিবিআই ৷