নয়াদিল্লি, 8 অগস্ট :পুলিশ হেফাজতে বন্দিদের উপর অত্যাচার (Custodial Torture) নিয়ে সরব হলেন দেশের প্রধান বিচারপতি (CJI) এনভি রামানা (N V Ramana) ৷ তাঁর দাবি, পুলিশ স্টেশনেই মানবাধিকার সবচেয়ে বেশি ঝুঁকির (Threat to human rights) মুখে থাকে ৷ এমনকী এগিয়ে থাকা শ্রেণিও সে ক্ষেত্রে নিষ্কৃতি পায় না বলে দাবি তাঁর ৷
দেশের জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ন্য়াশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান বিচারপতি রামানা বলেন, "মানবাধিকারের প্রতি আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি পুলিশ স্টেশনগুলিতে ৷ পুলিশ হেফাজতে অত্যাচার ও অন্যান্য পুলিশি শোষণজনিত সমস্যা এখনও আমাদের সমাজে বিদ্যমান ৷ সাম্প্রতিক খবর বলছে, এগিয়ে থাকা শ্রেণিও থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট থেকে নিষ্কৃতি পাচ্ছে না ৷"
আরও পড়ুন:পর্নোগ্রাফির ব্যবসার বিরুদ্ধে এবার বাড়তি নজরদারি লালবাজারের
প্রধান বিচারপতির দাবি, সাংবিধানিক ঘোষণা এবং গ্যারান্টি থাকা সত্ত্বেও থানায় আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া বা আটক ব্যক্তিদের জন্য একটি বিশাল ক্ষতির কারণ ৷ অত্যধিক সুবিধাপ্রাপ্ত এবং সবচেয়ে দুর্বলদের মধ্যে ন্যায়বিচারের সহজলভ্যতার ব্যবধান দূর করা প্রয়োজন বলে মত রামানার ৷