মুম্বই, 19 অক্টোবর:আলোর উৎসব দীপাবলির আগে নাশকতার ছক মুম্বইয়ে? বাণিজ্যনগরীর তিনটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকি পেল মুম্বই পুলিশ ৷ তাদের কন্ট্রোল রুমে অজ্ঞাত একটি ফোন কল আসে মঙ্গলবার রাত 10টা 30 মিনিট নাগাদ ৷ সেই ফোন কলে ইনফিনিটি মল (Infinity Mall), জুহু পিভিআর (Juhu PVR) এবং সাহারা হোটেল (Sahara Hotel) উড়িয়ে দেওয়ার হুমকি আসে (Threat of bomb attack at three places in Mumbai) ৷ উৎসবের মরশুমে বিস্ফোরণের হুমকি ঘটনায় ঘুম উড়ে যায় মুম্বই পুলিশের ৷ তদন্ত শুরু করে তারা ৷
হুমকি কলে যে তিনটি স্থানকে নাশকতার জন্য বেছে নেওয়া হয়েছে, সবগুলিই মুম্বইয়ের পশ্চিম শহরতলির জনপ্রিয় স্থান ৷ তড়িঘড়ি তিনটি জায়গায় পুলিশ মোতায়েন করে একপ্রস্থ তল্লাশি চালানো হয় ৷ অজ্ঞাত ফোন কলের কিনারা করতে মরিয়া চেষ্টা চালায় মুম্বই পুলিশ ৷