মুম্বই, 5 অক্টোবর:দশেরাতে মুম্বইয়ে হুমকি ফোন ঘিরে চাঞ্চল্য । আম্বানি পরিবার পরিচালিত স্যর এইচ এন রিলায়েন্স হাসপাতালে এল হুমকি ফোন। বিস্ফোরণ ঘটিয়ে হাসপাতালটি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ফোন আসে (A Threat call came to Reliance Hospital in Mumbai )। শুধু তাই নয়, আম্বানি পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলে খবর ।
মুম্বই পুলিশের তরফে এই খবররে সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে । বলা হয়েছে, "স্যর এইচ এন রিলায়েন্স হাসপাতালের ল্যান্ডলাইনে দুপুর 12.57 মিনিটে একটি হুমকি ফোন আসে । হাসপাতাল উড়িয়ে দেওয়ার পাশাপাশি আম্বানি পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয় ।" ইতিমধ্য়েই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ডি বি মার্গ থানায় ।