হরিদ্বার, 12 এপ্রিল:মানুষের ঢল কুম্ভের মেলায় ৷ রাত জেগে গঙ্গায় পূণ্যস্নান সারলেন হাজার হাজার মানুষ ৷ তবে অনেকেই কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় নতুন করে উদ্বেগ বেড়েছে ৷ বহু ভক্তের মুখে ছিল না মাস্ক, মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব বিধি ৷ দেশজুড়ে যে ভাবে কোভিডের সংক্রমণ দিনদিন বাড়ছে, সেখানে কুম্ভ সুপার স্প্রেডারের কাজ করে কি না, তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা ৷
শাহী স্নানে যোগ দিতে কুম্ভের মেলায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়েছে ৷ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম বিরোধী ৷ তবে ভক্তদের অনেকে বলছেন, কোভিড রিপোর্ট নেগেটিভ হলে তবেই হরিদ্বারে প্রবেশ করতে দিচ্ছে প্রশাসন ৷ কাজেই আর ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই ৷