অযোধ্যা, 21 জুন : ভক্তদের দেওয়া অর্থ কাজে লাগল না, কারণ বাউন্স হয়েছে কয়েক হাজার চেক ৷ রাম মন্দির নির্মাণের জন্য দেশ-বিদেশ থেকে বহু মানুষ চেক পাঠিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ৷ এর মধ্যে 15 হাজার চেক বাউন্স করেছে ৷ যার অর্থমূল্য 22 কোটিরও বেশি ৷ সোমবার এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ (Thousands of Cheques worth crores donated to Ram Mandir Trust bounced, says VHP report) ৷
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad) একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ তাতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 3 হাজার 400 কোটি টাকা অনুদান পেয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট ৷ সেখানে বাউন্স করা চেকের তথ্যও দেওয়া হয়েছে ৷ ট্রাস্টের অফিস ম্যানেজার প্রকাশ গুপ্তা একটি সংবাদসংস্থাকে বলেন, "বাউন্স করা চেক নিয়ে দ্বিতীয় একটি রিপোর্ট তৈরি হচ্ছে ৷ এতে আমরা এই চেকগুলির সম্পর্কে সঠিক তথ্য পাব ৷ চেক বাউন্সের পিছনে বিভিন্ন কারণ রয়েছে ৷" কিছু চেকে বানান ঠিক নেই, কোথাও অনুদানকারীর স্বাক্ষর মেলেনি ৷ এছাড়া আরও বেশ কিছু প্রযুক্তিগত কারণ রয়েছে ৷ তবে সামান্য প্রযুক্তিগত ত্রুটির জন্যে বাউন্স করা চেকগুলি ফের ব্যাঙ্কে পাঠানো হবে, জানালেন তিনি ৷
আরও পড়ুন : রাম মন্দির ট্রাস্টের নামে ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার 5
রিপোর্ট বলছে, অযোধ্যা জেলা থেকে পাঠানো 2 হাজারেরও বেশি সংখ্যক চেক বাউন্স করেছে, যা সর্বাধিক ৷ অনেক অনুদানকারীর অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকাটাও একটা কারণ, জানালেন ট্রাস্ট আধিকারিক ৷
রাম মন্দির নির্মাণে অনুদান-