নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: হাইকোর্টের বিচারকদের নিয়োগে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেছে যে, মামলার শেষ শুনানি এবং এ বিষয়ে একটি আদেশ দেওয়ার পর থেকে গত কয়েক মাসে কিছুই হয়নি ৷ একটি অত্যন্ত সংবেদনশীল আদালতের প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টিও এখনও বাকি রয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট ৷
বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, "70টি নাম (হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য) 10 মাস ধরে বকেয়া রয়েছে... এই 70টি নামের জন্য মৌলিক প্রক্রিয়াকরণ হয়েছে । হাইকোর্টে 70 জন বিচারক নেই, কারণ তাঁদের মধ্যে কেউ কেউ নিযুক্ত হননি, এটা গড়ে 50 শতাংশ । আপনার মতামত জানা থাকলে কলেজিয়াম সিদ্ধান্ত নেবে, কিন্তু যদি সেটা জানা না-থাকে তাহলে । রায়ের অধীনে নির্ধারিত সময়সীমা ছিল প্রায় চার মাস । আসুন আমরা পাঁচ মাস সময় নিই....৷"
বিচারপতি কৌল এজিকে বলেন, "আমি এটি তুলে ধরছি যাতে আপনি নির্দেশ গ্রহণ করতে পারেন, অন্তত এপ্রিলের শেষ পর্যন্ত হাইকোর্টের সুপারিশ অবশ্যই কলেজিয়ামের (সর্বোচ্চ আদালত) কাছে থাকতে হবে এবং আমি যা পেয়েছি তা হল পরিষেবার নাম ও বারের নামগুলি এখনও পাইনি ।"
কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি জেনারেল আর ভেংকটারমানি বলেন, তিনি এক সপ্তাহের মধ্যে আদালতে ফিরে আসতে পারেন । জনস্বার্থ মামলার (পিআইএল) প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ জানিয়েছেন যে, তিনি তিনটি বিভাগে একটি বিস্তৃত তালিকা দিতে পারেন । তাঁর এই বক্তব্যে আপত্তি জানিয়ে এজি বলেন, সরকারের কাছে সবকিছু আছে ।
আরও পড়ুন:'পুলিশি তদন্তের মান হতাশাজনক', 2 ফাঁসির আসামিকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট