শিবমোগা (কর্ণাটক), 27 ফেব্রুয়ারি: বিমানে যাতায়াতে কোনও শ্রেণিভেদ থাকবে না ৷ বিমানে ওঠা সকলের জন্যই সুলভ হবে ৷ কার্যত এই বিষয়টি বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সোমবার বলেছেন, "হাওয়াই চপ্পল পরা লোকেদেরও 'হাওয়াই জাহাজ'-এ ভ্রমণ করা উচিত ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এমনটা যে হতে চলেছে, তা নিয়ে তিনি নিশ্চিত ৷ এদিন কর্ণাটকের শিবমোগায় বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi Inaugurates Shivamogga Airport) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
পাশাপাশি তিনি বিমান নির্মাণেও মেড-ইন-ইন্ডিয়ার কথা তুলে ধরেছেন ৷ বলেছেন, "আগামী দিনে ভারতের হাজার হাজার বিমানের প্রয়োজন হবে এবং মেড-ইন-ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের দিন বেশি দূরে নয় ।" মোদি কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ আর তা করতে তিনি টেনে এনেছেন এয়ার ইন্ডিয়ার (Air India) প্রসঙ্গ ৷ তিনি বলেন, "2014 সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া প্রায়ই নেতিবাচক কারণে আলোচিত হয়েছে ৷ সেই দলের শাসনকালে সংস্থাটি কেলেঙ্কারির জন্য আলোচিত হয়েছে ।"
এছাড়া প্রধানমন্ত্রী জানান, শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন এমন একটি সময় হল, যখন ভারতে বিমানে যাতায়াতে আগ্রহ সর্বকালের উচ্চতায় রয়েছে । তিনি এই নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন (Modi Slams Congress) ৷ কংগ্রেস আমলে বিমান পরিবহণকে লাভজনক করার কোনও চেষ্টাই করা হয়নি বলে তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁর সরকার ছোট শহরগুলিতে বিমানবন্দর নির্মাণের জন্য জোর দিয়েছে ৷ তার জন্য ব্যয় বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে ৷ তাঁর দাবি, 2014 সাল পর্যন্ত স্বাধীনতার প্রথম সাত দশকে ভারতে 74টি বিমানবন্দর ছিল ৷ গত নয় বছরে আরও 74টি বিমানবন্দর তৈরি করা হয়েছে ৷ এর ফলে অনেক ছোট শহরকে বিমান পরিবহণের সঙ্গে সংযুক্ত করা গিয়েছে ।