পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on Air Travel: হাওয়াই চটি পরিহিতদের হাওয়াই জাহাজে ভ্রমণ করা উচিত, বললেন মোদি

সোমবার কর্ণাটকে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at Karnataka) দাবি করেন, আগামিদিনে ভারতের হাজার হাজার বিমানের প্রয়োজন হবে ও মেড-ইন-ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের দিন বেশি দূরে নয় ।

PM Modi on Air Travel
PM Modi on Air Travel

By

Published : Feb 27, 2023, 6:09 PM IST

শিবমোগা (কর্ণাটক), 27 ফেব্রুয়ারি: বিমানে যাতায়াতে কোনও শ্রেণিভেদ থাকবে না ৷ বিমানে ওঠা সকলের জন্যই সুলভ হবে ৷ কার্যত এই বিষয়টি বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সোমবার বলেছেন, "হাওয়াই চপ্পল পরা লোকেদেরও 'হাওয়াই জাহাজ'-এ ভ্রমণ করা উচিত ।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এমনটা যে হতে চলেছে, তা নিয়ে তিনি নিশ্চিত ৷ এদিন কর্ণাটকের শিবমোগায় বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi Inaugurates Shivamogga Airport) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

পাশাপাশি তিনি বিমান নির্মাণেও মেড-ইন-ইন্ডিয়ার কথা তুলে ধরেছেন ৷ বলেছেন, "আগামী দিনে ভারতের হাজার হাজার বিমানের প্রয়োজন হবে এবং মেড-ইন-ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের দিন বেশি দূরে নয় ।" মোদি কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ আর তা করতে তিনি টেনে এনেছেন এয়ার ইন্ডিয়ার (Air India) প্রসঙ্গ ৷ তিনি বলেন, "2014 সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া প্রায়ই নেতিবাচক কারণে আলোচিত হয়েছে ৷ সেই দলের শাসনকালে সংস্থাটি কেলেঙ্কারির জন্য আলোচিত হয়েছে ।"

এছাড়া প্রধানমন্ত্রী জানান, শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন এমন একটি সময় হল, যখন ভারতে বিমানে যাতায়াতে আগ্রহ সর্বকালের উচ্চতায় রয়েছে । তিনি এই নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন (Modi Slams Congress) ৷ কংগ্রেস আমলে বিমান পরিবহণকে লাভজনক করার কোনও চেষ্টাই করা হয়নি বলে তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, তাঁর সরকার ছোট শহরগুলিতে বিমানবন্দর নির্মাণের জন্য জোর দিয়েছে ৷ তার জন্য ব্যয় বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে ৷ তাঁর দাবি, 2014 সাল পর্যন্ত স্বাধীনতার প্রথম সাত দশকে ভারতে 74টি বিমানবন্দর ছিল ৷ গত নয় বছরে আরও 74টি বিমানবন্দর তৈরি করা হয়েছে ৷ এর ফলে অনেক ছোট শহরকে বিমান পরিবহণের সঙ্গে সংযুক্ত করা গিয়েছে ।

এদিন আবার ছিল দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপির শক্তিশালী নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার (Karnataka BJP Leader BS Yediyurappa) 80 তম জন্মদিন ৷ তিনি শিবমোগা জেলারই বাসিন্দা ৷ এদিন মোদির সঙ্গে তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি ইয়েদুরাপ্পার জন্মদিন পালনের জন্য সাধারণ মানুষকে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেন ৷ জনজীবনে ইয়েদুরাপ্পার অবদানের কথাও কর্ণাটকের মানুষকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার সাম্প্রতিক বক্তৃতা সকলকে অনুপ্রাণিত করেছে ৷

আগামী মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Elections 2023) ৷ 2018 সালে একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েও 13 দিনের মাথায় পদত্যাগ করতে হয় ইয়েদুরাপ্পাকে ৷ তার পর কংগ্রেস ও জেডিএস জোট সরকার তৈরি করে ৷ পরে অবশ্য কংগ্রেস ও জেডিএসে ভাঙনের জেরে বিজেপির সরকার তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী হন ইয়েড্ডি ৷ পরে তাঁকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয় ৷

সেই নিয়ে ইয়েড্ডি ও তাঁর অনুগামীরা ক্ষুব্ধ বলে খবর ৷ তাই এদিন আগাগোড়া এই নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাড়তি গুরুত্ব দিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের ৷ পাশাপাশি উন্নয়নের প্রচারও চলছে জোর ৷ চলতি বছরে এই নিয়ে পাঁচবার কর্ণাটক সফর করলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিবারই কোনও না কোনও প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি ৷ এদিন 450 কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন বিমানবন্দরের উদ্বোধন করলেন তিনি ৷ জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় এই বিমানবন্দরের যাত্রী টার্মিনাল থেকে 300 যাত্রী যাতায়াত করতে পারবেন ৷

আরও পড়ুন:ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details