ডোডা (জম্মু ও কাশ্মীর), 7 অগস্ট:জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ অর্থাৎ, 370 ধারা বাতিলের পক্ষে সওয়াল করলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ৷ ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির প্রধানের মতে, যারা 370 ধারা বাতিলের বিরোধিতা করছেন, তাঁরা আদতে কেন্দ্রশাসিত এই রাজ্যের ইতিহাস এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে অবগত নন ৷ প্রাক্তন এই কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর এই 180 ডিগ্রি অবস্থান পরিবর্তনে হতবাক রাজনৈতিক মহল ৷ আজ সুপ্রিম কোর্টে 370 ধারা বাতিলের বিরুদ্ধে দাখিল হওয়া বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে ৷ যেখানে 2019 সালের 5 অগস্ট কেন্দ্র যে আইন করে 370 ধারা অর্থাৎ, জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ প্রত্যাহার করেছিল, তার সাংবিধানিক বৈধতা নিয়ে এই মামলাগুলি দাখিল হয়েছে ৷
গত 5 অগস্ট এনডিএ সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপের 4 বছর পূর্ণ হয়েছে ৷ 370 ধারা বাতিলের পর উপত্যকায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির নতুন যুগ শুরু হয়েছে বলে দাবি করেছে ৷ তবে, একসময় বিজেপি বিরোধী গুলাম নবি আজাদকে রবিবার, সেই গেরুয়া শিবিরের সমর্থনে কথা বলতে শোনা গেল ৷ নাম না করেই তিনি উপত্যকার আঞ্চলিক দলগুলিকে নিশানা করেন ৷ সংবাদ সংস্থা এএনআই-কে গুলাম নবি বলেন, ‘‘যাঁরা 370 ধারা বাতিলের বিরোধিতা করছেন, তাঁরা আসলে সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ ৷ এমনকি জম্মু ও কাশ্মীরের ইতিহাস এবং ভূগোল সম্পর্কে তাঁদের ধারণা নেই ৷’’