সিমলা, 5 ফেব্রুয়ারি: শীতকাল মানে পরিযায়ী পাখি ৷ হাড় হিম করা ঠান্ডা পড়ে মধ্য এশিয়া, সাইবেরিয়া, চিন, মঙ্গোলিয়ায় ৷ তখন এই সব জায়গা থেকে পাখিরা হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয় ৷ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা শীতের পং হ্রদে (Pong Lake) তাদের আবাসস্থলে পরিণত করে ৷ এবারও বহু বিদেশি পাখি পং লেকে এসেছে, যা বিশ্বের অন্যতম সেরা জলাভূমি ৷ তাই এবার পক্ষী গণনায় পাখির সংখ্যা আগের থেকে অনেক বেশি ৷
হিমাচলে প্রথমবার লং টেলড ডাক (Long-tailed duck) ৷ এবছর পং লেকে 108 প্রজাতির 1 লক্ষ 17 হাজার 22টি পাখির দেখা মিলেছে ৷ দারুণ ব্যাপার, হিমাচলপ্রদেশে এই প্রথম একটি নতুন প্রজাতির লম্বা লেজওয়ালা হাঁস এসেছে ৷ বোটিং পয়েন্টের কাছে সুগানারা এলাকায় পাখিটি ঘুরে বেড়াচ্ছিল ৷ এটি শুধুমাত্র রাশিয়ায় পাওয়া যায় ৷ প্রতি বছরের মতো এবারও পং হ্রদে ওয়াটার বার্ড সার্ভে (Water Bird Survey) করা হয়েছে ৷ এই সমীক্ষাটি 30 এবং 31 জানুয়ারি হয়েছিল ৷ যাতে বন্যপ্রাণী শাখা, হিমাচলপ্রদেশ বন বিভাগ, বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (বিএনএইচএস), রাজ্য জীববৈচিত্র্য বোর্ড, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট দেরাদুন এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন ।
এই সমীক্ষায় 30 জানুয়ারি সব অংশগ্রহণকারীদের প্রাক-শুমারি ব্রিফিং করা হয় ৷ 31 জানুয়ারি পং ড্যাম বন্যপ্রাণী অভয়ারণ্যের পুরো এলাকাটিকে 25টি ভাগে ভাগ করে আলাদা দল গঠিত হয় ৷ এখানে 68 জন প্রতিযোগী পাখি গণনায় অংশ নিয়েছিল ৷ পাখি গণনার সময় রেকর্ড করা পাখির মোট সংখ্যা 1 লক্ষ 17 হাজার 022 ৷ এখানে 108টি প্রজাতি রয়েছে ৷