রায়পুর, 14 অক্টোবর: গণতন্ত্রে প্রতিটি ভোট মূল্যবান। তাই সরকার এবং নির্বাচন কমিশন ভোটারদের বারবার ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ যেমন করে, তেমনই ভোটাররা যাতে সচেতন হন তার জন্য প্রচারও চালয় ৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সেই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তিশগড়ও রয়েছে যেখানে দ্বিতীয় দফায় 7 এবং 17 নভেম্বর ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৷ নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তুি অনুয়ায়ী এই রাজ্যে এমন একটি ভোট কেন্দ্র রয়েছে, যা কার্যত খবরের শিরোনামে উঠে এসেছে ৷ কারণ ওই গ্রামে ভোটার রয়েছেন মাত্র পাঁচজন। তাই এটি রাজ্যের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র হিসেবে স্বীকৃত। দেশের সবচেয়ে ছোট ভোটকেন্দ্রগুলোর মধ্যে এটিও একটি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
ভোট কেন্দ্রটি ছত্তিশগড়ের প্রথম বিধানসভা কেন্দ্র ভরতপুর সোনহাটের শেরাদান্ড গ্রামে অবস্থিত। এটি চান্দা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি ছোট গ্রাম। ঘন জঙ্গলের মাঝে এই গ্রামে মাত্র তিনটি বাড়ি। সেখানে তিনজন পুরুষ ও দুইজন নারী-সহ মোট 11 জন বসবাস করেন। এর মধ্যে মোট পাঁচজনেরই কেবল ভোটাধিকার রয়েছে।