মুম্বই, 23 অক্টোবর :জিজ্ঞাসাবাদের জন্য দেরিতে পৌঁছানোয় কটাক্ষের মুখে পড়তে হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ৷ সূত্রের খবর, শুক্রবার নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পর এনসিবি (Narcotics Control Bureau) আধিকারিকদের মুখোমুখি হন চাঙ্কি পাণ্ডের মেয়ে ৷ আর তাতেই তাঁকে তিরস্কার করেন এনসিবি-র (NCB) মুম্বইয়ের আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷
আরও পড়ুন :Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র
এনসিবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাদক মামলায় অনন্যাকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কথা ছিল, সকাল 11 টায় তাঁকে হাজিরা দিতে হবে এনসিবি-র গোয়েন্দাদের সামনে ৷ কিন্তু অনন্যা সেখানে পৌঁছন দুপুর 2 টোয় ৷ সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা বাবা চাঙ্কি পাণ্ডেও (Chunky Panday) ৷ সূত্রের দাবি, অনন্যার এই দেরিতে আগমনে বেজায় চটেন সমীর ৷ তিনি অভিনেত্রীকে বলেন, ‘‘আপনাকে বেলা 11 টায় আসতে বলা হয়েছিল ৷ আর আপনি এখন এসে পৌঁছলেন ৷ আধিকারিকরা এখানে এমনি এমনি বসে নেই ৷ তাঁরা এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন ৷ এটা আপনার প্রযোজনা সংস্থা নয় ৷ এটা একটা কেন্দ্রীয় সংস্থার দফতর ৷ এবার থেকে যখন ডাকা হবে, তখনই আসবেন ৷’’