পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Tweets: 'মিত্রকাল'-এর বিরুদ্ধে এই লড়াই, জামিনের মেয়াদ বৃদ্ধির পর মন্তব্য রাহুলের - রাহুল গান্ধির টুইট

সোমবার সুরাত আদালত জামিনের মেয়াদ বাড়িয়েছে রাহুল গান্ধির ৷ এরপরেই ফের কেন্দ্রকে আক্রমণ করেন রাহুল ৷

ETV Bharat
রাহুল গান্ধি

By

Published : Apr 3, 2023, 6:08 PM IST

সুরাত, 3 এপ্রিল:'মোদি পদবি' মামলায় সোমবার সুরাত সেশন কোর্টে তাঁর আবেদনের পর জামিনের মেয়াদ বেড়েছে রাহুল গান্ধির ৷ এই রায়ের পরেই এদিন এক টুইট বার্তায় ফের কেন্দ্রকে আক্রমণ করেন এই কংগ্রেস নেতা ৷ সেখানে তিনি লেখেন, "এই লড়াই মিত্রকালের বিরুদ্ধে, গণতন্ত্রকে বাঁচানোর লড়াই ৷ এই সংঘর্ষে সত্য আমার অস্ত্র আর সত্যই আমার ভরসা ৷"

উল্লেখ্য, 2019 সালে লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে সুরাতে অভিযোগ দায়ের করেন এক বিজেপি নেতা ৷ সেই মামলার প্রেক্ষিতে গত 23 মার্চ রাহুলকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের সাজা শোনায় সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত ৷ তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য তাঁকে 30 দিন সময়ও দেওয়া হয় ৷ সোমবার সেই মতো নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুরাতের সেশন কোর্টে আবেদন জানান রাহুল ৷ এদিন তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত ৷

এই রায়ের পরেই সোমবার টুইট করে এই বার্তা দেন রাহুল গান্ধি ৷ 'মিত্রকাল' বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মিত্র' উচ্চারণকেই তিনি কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে ৷ 23 মার্চ আদালতের রায়ের পরদিনই তাঁর লোকসভার সাংসদ পদ বাতিল হয়ে যায় ৷ তার পরেও যে তিনি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন সেই বার্তা আগেও দিয়েছেন সোনিয়া পুত্র ৷ এদিন সেই ধারা বজায় রেখেই ফের কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন তিনি ৷

আরও পড়ুন:'মোদি পদবি' মামলায় জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, পরবর্তী শুনানি 13 এপ্রিল

এদিন রাহুল গান্ধির সঙ্গে বিমানে সুরাতে যান প্রিয়াঙ্কা গান্ধিও ৷ সেখানে তাঁদের সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতারাও আদালতে উপস্থিত ছিলেন ৷ যদিও এই নিয়েও কটাক্ষ করেছে বিজেপি ৷ বিষয়টিকে তারা আদালতের উপর চাপ তৈরির কৌশল হিসেবে ব্যাখ্যা করেছে ৷ এর পালটা দিয়েছে কংগ্রেসও, ভিত্তিহীন অভিযোগ বলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷

ABOUT THE AUTHOR

...view details