পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষ মরছে আর কেন্দ্র শিল্প নিয়ে চিন্তিত ! অক্সিজেন সঙ্কটে তোপ আদালতের - দিল্লি হাইকোর্ট

দিল্লিতে অক্সিজেন সঙ্কট চরমে ওঠায় কেন্দ্রীয় সরকারকে একহাত নিল দিল্লি হাইকোর্ট ৷ মানুষের জীবনের পরোনা না-করে কেন শিল্পক্ষেত্রে অক্সিজেন পাঠানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত ৷

This Emergency Shows Lives Don't Matter For Government, Says high Court
মানুষ মরছে আর কেন্দ্র শিল্প নিয়ে চিন্তিত ! অক্সিজেন সঙ্কটে তোপ আদালতের

By

Published : Apr 22, 2021, 7:19 AM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল: দিল্লির অক্সিজেন সঙ্কট নিয়ে এ বার কেন্দ্রকে তুলোধোনা করল দিল্লি হাইকোর্ট ৷ নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, "সত্যি দেখার পরও কেন তাদের ঘুম ভাঙছে না ?" এই পরিস্থিতিতেও কেন্দ্র শিল্পের ব্যবহারে অক্সিজেন সরবরাহে অনুমতি দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত ৷

নিজেদের দুটি হাসপাতালে অক্সিজেনের সঙ্কট দেখা দেওয়ায় আদালতে আবেদন জানিয়েছিল ম্যাক্স গ্রুপ ৷ সেই মামলার শুনানিতে আদালত বলেছে, "বাস্তব পরিস্থিতি কীভাবে বিস্মৃত হচ্ছে সরকার ? অক্সিজেন নেই বলে আপনি মানুষকে মরতে দিতে পারেন না ৷" মঙ্গলবারের নির্দেশ সত্ত্বেও সরকার শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ করায় তোপ দেগে আদালত বলেছে, "এটা সত্যিই বিরক্তিকর ৷ যখন মানুষ মরে যাচ্ছে, তখন আপনি শিল্পের প্রয়োজন নিয়ে চিন্তিত...এর অর্থ হল মানুষের জীবন সরকারের কাছে কিছুই না ৷"

মঙ্গলবার অক্সিজেন নিয়ে সরকারকে সংবেদনশীল হতে বলেছিল আদালত ৷ পেট্রলিয়াম, ইস্পাতের মতো যে কোম্পানিগুলিতে অক্সিজেন বেশি পরিমাণে লাগে, সেখান থেকে অক্সিজেন ঘুরিয়ে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ মানুষের জীবনের থেকে আর্থিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হলে দেশ বিপর্যয়ের পথে যাবে বলেও সতর্ক করেন বিচারপতি ৷

আরও পড়ুন:কলকাতায় ভোটের আগে শহিদ মিনারে মোদির হাইটেক ভার্চুয়াল জনসভা

গত 24 ঘণ্টায় অক্সিজেনের সঙ্কট আরও প্রকট আকার ধারণ করেছে নয়াদিল্লিতে ৷ 6টি হাসপাতালে তলানিতে ঠেকেছে অক্সিজেনের সরবরাহ ৷ এতেই আরও উদ্বেগ প্রকাশ করে আদালত ৷ আদালতের কথায়, "হাসপাতালে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ৷ জীবনের অধিকারের মতো মৌলিক অধিকার রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা নিতে বলছি ৷ প্রয়োজন হলে সরকারের উচিত শিল্পক্ষেত্রে পাঠানো সব অক্সিজেন মেডিক্যাল ব্যবহারের কাছে ফিরিয়ে আনা ৷"

ABOUT THE AUTHOR

...view details