নয়াদিল্লি, 4 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ধীরে ধীরে সামলে উঠতে শুরু করেছে দেশ । দৈনিক সংক্রমণের গড় নিম্নমুখী । কিন্তু এরই মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে তৃতীয় ঢেউ নিয়ে । বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ 6 মাসের মধ্যে আছড়ে পড়তে পারে । আর সেই ভয় আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এসবিআইয়ের রিপোর্ট । রিপোর্টে বলা হচ্ছে, তৃতীয় ঢেউ যদি আসে, তবে তা দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর হবে । প্রায় 98 দিন ধরে চলবে করোনার তৃতীয় ঢেউ ।
তবে তৃতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা কম হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে । দ্রুত টিকাকরণ এবং উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর কারণেই মৃত্যু অনেকটা কম হবে তৃতীয় ঢেউয়ে ।
উন্নত দেশগুলিতে গড়ে করোনার দ্বিতীয় ঢেউ 108 দিন ছিল এবং তৃতীয় ঢেউ ছিল 98 দিন । রিপোর্টে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত যে যে দেশে করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে, সব জায়গাতেই তা দ্বিতীয় ঢেউয়ের মতোই ভয়ঙ্কর হয়েছে । তবে রিপোর্টে দেখা গিয়েছে, যদি তৃতীয় ঢেউয়ের জন্য আগে থেকে প্রস্তুত থাকা যায়, তাহলে মৃত্যুর সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যায় ।