বারাণসী, 28 জানুয়ারি: সংস্কৃত ভাষায় প্রকাশিত হবে ভারতের সংবিধানের সংশোধিত সংস্করণ (Third Sanskrit Edition of Indian Constitution) ৷ আগামী 6 মাসের মধ্যে তৃতীয় এই সংস্করণ পাওয়া যাবে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী একথা জানিয়েছেন ৷ আসন্ন সংস্করণে 1985 সালে প্রকাশিত সংবিধানের দ্বিতীয় সংস্করণ থাকা সমস্ত ভুল-ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷
সংবিধানের সংস্কৃত ভাষায় অনুবাদ কাজ এই মুহূর্তে চলছে এবং সংশোধিত জাতীয় শিক্ষানীতি (NEP 2020) 2020-এর সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হচ্ছে ৷ যেখানে মাতৃভাষায় শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ প্রফেসর ড. হরে রাম ত্রিপাঠী বলেন, "নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ করেছে কেন্দ্রীয় সরকার ৷ তা বাস্তবায়িত করতে এই কাজটি করা হচ্ছে ৷"
তিনি জানিয়েছেন, 2019 সাল থেকে আইনমন্ত্রক এই বিষয়ের উপরে কাজ করে চলেছে ৷ আগামী 6 মাসের মধ্যে সংস্কৃত ভাষায় সংবিধানের সংস্করণ পাওয়া যাবে (Revised Edition of Indian Constitution) ৷ এই লক্ষ্যে গঠিত 11 সদস্যের কমিটি আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে ৷ সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হরে রাম ত্রিপাঠী নিজে কমিটিতে রয়েছেন ৷