নয়াদিল্লি, 22 জুন : আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কি দাঁত ফোটাতে পারবে তৃতীয় ফ্রন্ট ? এই নিয়ে বিস্তর জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে । তবে কোনও বিরোধী ফ্রন্টের সঙ্গে কোনও ধরনের সম্পর্কের জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । তিনি মনে করেন তৃতীয় ফ্রন্টের ধ্যানধারণা বর্তমান রাজনীতির জন্য উপযুক্ত নয় । বেসরকারি এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, "তৃতীয় অথবা চতুর্থ ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে টেক্কা নিতে পারবে বলে আমি বিশ্বাস করি না ।"
সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর । 11 জুনের পর ফের একবার তিন ঘণ্টার বৈঠকে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে । মনে করা হচ্ছে, তৃতীয় ফ্রন্টের মাধ্যমে বিরোধী শিবিরকে এক ছাতার তলায় এনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা চালাচ্ছেন তিনি ।