পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jewellery Theft in Delhi: দিল্লিতে দেওয়াল কেটে 25 কোটি টাকার গয়না চুরি ! তদন্তে পুলিশ - thieves stole crore rupees of jewellery

দিল্লিতে দোকানের দেওয়াল কেটে কয়েক কোটি টাকার গয়না চুরির ঘটনা ঘটেছে । দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে চোরেদের ধরার চেষ্টা করছে পুলিশ ।

Jewellery robbery
দেওয়াল কেটে গয়না চুরি

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:09 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর:দিল্লিতে গয়নার দোকানে বড়সড় চুরি ৷ দোকানের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে কোটি টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কতীরা ৷ ঘটনাটি ঘটেছে হজরত নিজামুদ্দিন থানা এলাকার জংপুরা এলাকায় । 5-7 লক্ষ নগদ টাকা-সহ 20-25 কোটি টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার তোলপাড় হয়ে ওঠে এলাকা ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের বিভিন্ন দল । দোকানে লাগানো এবং আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে ।

গয়নার দোকানের মালিক বলেন, "আমরা রবিবার দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম ৷ এরপর মঙ্গলবার সকালে এসে দোকান খুললে সারা দোকানে ধুলো দেখতে পাই । তারপর ভিতরে ভালো করে চারদিকে দেখে জানতে পারি চোরেরা দেওয়ালে গর্ত করে দোকান প্রবেশ করেছিল এবং গয়না চুরি করে নিয়ে গিয়েছে । নগদ 5 থেকে 7 লক্ষ টাকা-সহ 20 থেকে 25 কোটি টাকার জিনিসপত্র চুরি হয়েছে । চোরেরা সিসিটিভি ক্যামেরাও নষ্ট করেছে । আমাদের সমস্ত কর্মচারীরা এখানে উপস্থিত রয়েছে ।"

চোরেরা প্রায় 20 থেকে 25 কোটি টাকার গয়না নিয়ে গিয়েছে বলে দাবি মালিকের । তবে ঠিক কত গয়না চুরি হয়েছে তা বলতে পারছে না ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা । পুলিশ এখনও দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে । এ দিন চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশের দল এবং পিসিআর টিম ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপরে তদন্তের জন্য অপরাধ দমন এবং ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয় । গয়নার দোকানের ভিতরে ও বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । এছাড়া প্রযুক্তিগত নজরদারির সহায়তাও নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন:দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

বিষয়টি সমাধানে জেলার অপারেশন সেলের দলও মোতায়েন করা হয়েছে । তবে গয়নার দোকানে কোটি টাকার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । পরপর চুরির ঘটনায় জুয়েলার্স সমিতিও শিগগিরই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে । যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দক্ষিণ-পূর্ব জেলার ডিসিপি রাজেশ দেবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details