কানপুর, 25 মে: কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে ৷ কিন্তু এখানে তো উলটপূরাণ ৷ চোরেদেরই দেখা গেল বুদ্ধির অভাব ৷ চুরি করেও মহা খপ্পরে পড়লেন তিনি চোর বাবাজীবন ৷ চুরি করা গাড়ি তাদের ঠেলে নিয়ে যেতে হল 17 কিলোমিটার ৷ কিন্তু কেন ? চুরি করেও গাড়িতে চরতে পারলেন না তাঁরা ?
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে ৷ সেখানে তিন যুবক চুরি করেন একটি গাড়ি ৷ তাদের মধ্যে দুই যুবক আবার বি-টেক ইঞ্জিনিয়র ৷ কিন্তু কোনও বিদ্যাই তাদের কাজে দিল না ৷ গাড়ি নিয়ে যখন পালাতে যাবেন চক্ষু চড়কগাছ তিনজনের ৷ দেখেন গাড়িটিই খারাপ ৷ সেটিতো চলছেই না ৷ এর ফলে তাতে করে পালানো তো দূরের কথা ঠেলে ঠেলে গাড়িটিকে শেষমেষ সাড়াতে নিয়ে ছুটতে হল গ্যারেজে ৷ মঙ্গলবার সন্ধ্যেতে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সূত্রের খবর, ওই গাড়িটিকে চুরি করে নিয়ে পালানোর সময় তাতে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয় ৷ কিন্তু যুবকরা তো পিছু হটার পাত্র নয় ৷ গাড়ি তারা নিয়েই যাবে ৷ তাই ঠেলেই চুরি করা গাড়িটিকে প্রায় 17 কিলোমিটার নিয়ে যাওয়া হল ৷ তারপর তারা সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে যাওয়ার আগে একটি নির্জন জায়গায় গাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় । কিন্তু পরে আবার মত বদল করেন ৷ ঠেলে মেরামতের জন্য গাড়িটিকে একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয় । এরপরে গাড়িটি ঠিক হলে সেটিকে তিনজন ব্যবহারও করে ৷ পরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তিন চোরকে গ্রেফতার করে এবং গাড়িটিকে উদ্ধার করে ।